নগদহীন লেনদেনই আগামীদিনের অর্থনীতি, এখন থেকেই অভ্যাস করুন মোবাইল ওয়ালেটের

এটা সত্যি, রাতারাতি নগদহীন অর্থনীতিতে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয়। নেই অভ্যাসও নেই, সেই পরিকাঠামোও নেই। তবে পরিস্থিতির দাবি, মেনে কিছু অভ্যাস বদলানো যেতেই পারে। 

Updated By: Dec 1, 2016, 05:23 PM IST
নগদহীন লেনদেনই আগামীদিনের অর্থনীতি, এখন থেকেই অভ্যাস করুন মোবাইল ওয়ালেটের

ওয়েব ডেস্ক: এটা সত্যি, রাতারাতি নগদহীন অর্থনীতিতে ঝাঁপিয়ে পড়া সম্ভব নয়। নেই অভ্যাসও নেই, সেই পরিকাঠামোও নেই। তবে পরিস্থিতির দাবি, মেনে কিছু অভ্যাস বদলানো যেতেই পারে। 

মোবাইল ওয়ালেট

মোবাইল ব্যাঙ্কিংয়ের একটু ভিন্ন রূপ মোবাইল ওয়ালেট।

সব ব্যাঙ্কের ওয়ালেট রয়েছে। বিভিন্ন বেসরকারি সংস্থারও ওয়ালেটও রয়েছে।  

প্রথমে ডেবিট কার্ড কিংবা নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা মোবাইল ওয়ালেটে রাখুন।

অবাণিজ্যিক লেনদেনের জন্য ওয়ালেটে সর্বাধিক ২০ হাজার টাকা রাখতে পারবেন। 

ছোটখাটো কেনাকাটার খরচ মোবাইল ওয়ালেট থেকে মেটাতে পারবেন।  

মোবাইল ওয়ালেট সম্পূর্ণ নিরাপদ।

paytm

paytm একধরণের মোবাইল ওয়ালেট।  

paytm-এ টাকা রেখে যাবতীয় খুচরো খরচ মেটাতে পারেন।  

টোটোর ভাড়া, ফুচকার দাম, মাছ-আলু-সবজির দাম থেকে ট্যাক্সি ও বাসভাড়া সবই মেটানো যাবে। 

ডাক্তারের ফি-ও paytm-এর মাধ্যমে মেটানো সম্ভব।  

যাঁকে টাকা দিচ্ছেন তাঁর কাছে paytm যন্ত্র থাকলেই লেনদেন সম্ভব।  

 

ATM কার্ড বা পিন নম্বর ছাড়াই UPI লেনদেন করা সম্ভব! ২৬ টি ব্যাঙ্ক ও বহু বেসরকারি সংস্থার UPI এর অ্যাপ রয়েছে। স্মার্টফোনে অ্যাপ ডাউনলোড করে ব্যাঙ্ক অ্যাকাউন্টের নম্বর নথিভুক্ত করিয়ে নিতে হবে। নির্দিষ্ট পাসওয়ার্ড দিয়ে হাতে ধরা মোবাইল অ্যাপ দিয়ে নিমেষে লেনদেন করা যাবে। 

সত্যিই ATM-এ লাইন দেওয়া ক্লান্তিকর অভিজ্ঞতা। কর্মদিবস নষ্ট করে ব্যাঙ্কে লাইন দেওয়াও যুক্তিহীন। নোট সঙ্কট কেটে গেলে কি ভুলে যাবেন আজকের কষ্টের দিনগুলোকে? নাকি, ফের যাতে ব্যাঙ্কে লাইন দিতে না হয় তার ব্যবস্থা করবেন? নগদহীন লেনদেনই কিন্তু আগামীদিনের অর্থনীতি। আপনি কতদিন মুখ ফিরিয়ে থাকবেন?

.