পেহলু খান হত্যাকাণ্ডে ৬ অভিযুক্তকে ক্লিনচিট
ওয়েব ডেস্ক: পেহলু খানের হত্যাকাণ্ডে ৬ অভিযুক্তকে ক্লিনচিট দিল রাজস্থান পুলিশ। এফআইআর থেকে তাঁদের নাম বাদ দেওয়া হল।
গত ১ এপ্রিল দুটি গরু নিয়ে বাড়ি ফিরছিলেন পেহলু ও তাঁর ছেলে ইরশাদ। আলওয়ারের তাঁদের উপরে চড়াও হয় স্বঘোষিত গোরক্ষকরা। ঘটনাটি মোবাইলে ক্যামেরাবন্দি হয়। গোটা দেশে ছড়িয়ে পড়ে সেই ভিডিও। দুদিন পর পেহলু খানের মৃত্যু হয়। মৃত্যুর আগে ৬ জনের নামে পুলিশের কাছে অভিযোগ করেন পেহলু খান। এরপর ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। তার মধ্যে দুজন জেলে। বাকিরা জামিনে মুক্ত।
তদন্তের পর ক্রাইম ব্রাঞ্চ ক্রাইম এনভস্টিগেশন ডিপার্টমেন্ট জানিয়েছে, অভিযুক্ত ৬ জন নির্দোষ। তদন্তকারীদের বক্তব্য, প্রত্যক্ষদর্শী, পুলিশ কর্মী ও রথ গোশালার কর্মীদের জেরা করা হয়েছে। খতিয়ে দেখা হয়েছে অভিযুক্তদের কল রেকর্ড ও মোবাইল টাওয়ারের তথ্যও। তাঁদের জড়িত থাকার কোনও প্রমাণ মেলেনি।
এআইএমআইএম প্রধান আসাউদ্দিন ওয়াইসির কটাক্ষ, “গোরক্ষকরা নয়, পেহলু খানকে বর্হিবিশ্বের প্রাণীরা মেরেছে।” কংগ্রেস নেতা সেহজাদ পুনাওয়ালার কথায়, “আমরা বিচার চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছি। ২২ সেপ্টেম্বর জনস্বার্থ মামলার শুনানি।” জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লার ট্যুইট, “পেহলু খান আত্মহত্যা করতে গিয়ে গণধোলাইয়ের নাটক করেছিলেন।”
আরও পড়ুন,