সংসদে পাশ হল পেনশন বিল

দিনভর বিতর্কের পর লোকসভায় পাশ হল পেনশন বিল। আজ লোকসভায় বিলটি  পেশ হয়। বিলটি নিয়ে আলোচনা চলাকালীনই বিরোধীদের হইহট্টগোলে উত্তাল হয়ে ওঠে সভা। ফাইল উধাও ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি সাংসদরা।

Updated By: Sep 4, 2013, 07:36 PM IST

দিনভর বিতর্কের পর লোকসভায় পাশ হল পেনশন বিল। আজ লোকসভায় বিলটি  পেশ হয়। বিলটি নিয়ে আলোচনা চলাকালীনই বিরোধীদের হইহট্টগোলে উত্তাল হয়ে ওঠে সভা। ফাইল উধাও ইস্যুতে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে সরব হন বিজেপি সাংসদরা।
পেনশন বিল সমর্থনের জন্য সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদবকে অনুরোধ জানিয়েছিলেন সংসদীয় মন্ত্রী কমলনাথ এবং কপিল সিব্বল। এই অনুরোধ সত্ত্বেও আজ কক্ষের ভিতরে অবস্থান পাল্টে বিলটির বিরোধিতা করে সমাজবাদী পার্টি। কর্মীদের টাকা ফেরতের কোনও নিশ্চয়তা নেই, এই যুক্তিতে বিলের বিরোধিতা করেন সমাজবাদী পার্টি সাংসদ শৈলেন্দ্র সিং। শেয়ারবাজারে পেনশন ফান্ডের টাকা খাটানোর বিরোধিতায় সংসদের ভিতরেই সরব হয় বামদল, ডিএমকে, তৃণমূল কংগ্রেস।   

.