ফের দাম কমল পেট্রোল ও ডিজেলের
ফের দাম কমল পেট্রোল ও ডিজেলের। গতকাল মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। গত কয়েক মাসে ক্রমাগত দাম বাড়ার পর গত ৩০ জন ও ১ জুলাই পরপর দাম কমানো হয় পেট্রোল ও ডিজেলের। এবার সেই দাম অনেকটাই হ্রাস পেল বলে দাবি পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থাগুলির। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই এই দামের ক্ষেত্রে হ্রাস বলে জানা গেছে।
ওয়েব ডেস্ক : ফের দাম কমল পেট্রোল ও ডিজেলের। গতকাল মধ্যরাত থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে। গত কয়েক মাসে ক্রমাগত দাম বাড়ার পর গত ৩০ জন ও ১ জুলাই পরপর দাম কমানো হয় পেট্রোল ও ডিজেলের। এবার সেই দাম অনেকটাই হ্রাস পেল বলে দাবি পেট্রোলিয়াম সরবরাহকারী সংস্থাগুলির। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম কমার ফলেই এই দামের ক্ষেত্রে হ্রাস বলে জানা গেছে।
আরও পড়ুন-জানেন প্রেট্রোল বা ডিজেল কিনতে কত টাকা বেশি দেন আপনি?
পেট্রোলের ক্ষেত্রে লাটার প্রতি ২ টাকা ২৫ পয়সা ও ডিজেলের ক্ষেত্রে লিটার প্রতি ৪২ পয়সা কমানো হয়েছে। দাম কমার ফলে কলকাতায় পট্রোলের দাম কমে হল ৬৬ টাকা ০৩ পয়সা। অন্যদিকে, ডিজেলের দাম কমে দাঁড়াল ৫৬ টাকা ৪৮ পয়সা।