পেট্রোলের দাম বাড়ল লিটার প্রতি ৭০ পয়সা

ফের বাড়তে চলেছে পেট্রোলের দাম। সোমবার মধ্যরাত থেকে লিটার প্রতি ৭০ পয়সা পেট্রোলের দাম বাড়াতে চলেছে তেল সংস্থাগুলি। কলকাতায় এর ফলে পেট্রোলের দাম লিটারপ্রতি ৭২ টাকা ৭৪ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ৭৩ টাকা ৬১ পয়সা।

Updated By: Jul 23, 2012, 08:57 PM IST

ফের বাড়তে চলেছে পেট্রোলের দাম। সোমবার মধ্যরাত থেকে লিটার প্রতি ৭০ পয়সা পেট্রোলের দাম বাড়াতে চলেছে তেল সংস্থাগুলি। কলকাতায় এর ফলে পেট্রোলের দাম লিটারপ্রতি ৭২ টাকা ৭৪ পয়সা থেকে বেড়ে দাঁড়াবে ৭৩ টাকা ৬১ পয়সা। রাষ্ট্রপতি নির্বাচন শেষ হতেই পেট্রোলের দাম বাড়াল পেট্রোলের। এই নিয়ে গত এক বছরে বেশ কয়েকবার তেলের দাম বাড়াল কেন্দ্র। 
দিল্লিতে দাম হবে ৬৮ টাকা ৪৮ পয়সা। মুম্বইয়ে দাম বেড়ে হবে ৭৪ টাকা ২৩ পয়সা। চেন্নাইয়ে দাম হবে ৭৩ টাকা ১৬ পয়সা।  আন্তর্জাতিক বাড়ারে অপরিশোধিত তেলের মূল্যবৃদ্ধির কারণেই এই মূল্যবৃদ্ধি বলে জানিয়েছে তেল সংস্থাগুলি।

.