১৩ অক্টোবর ধর্মঘটের ডাক, দেশজুড়ে বন্ধ থাকবে কয়েক হাজার পেট্রোল পাম্প
ওয়েব ডেস্ক : আগামী ১৩ অক্টোবর ২৪ ঘণ্টা ধর্মঘটে সামিল হচ্ছে দেশের অন্তত ৫৪ হাজার পেট্রোল পাম্প। বেশি লাভ, পেট্রোলিয়াম পণ্যকে জিএসটির আওতার আনা সহ একাধিক দাবিতে শুক্রবার দেশজুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্ট।
ধর্মঘটি ফ্রন্টের বক্তব্য তাদের দাবি মানা না হলে আগামী ২৭ অক্টোবর থেকে অনির্দিষ্টকালের জন্য তারা পেট্রোলিয়াম পণ্য কেনা ও বিক্রি বন্ধ করে দেবে।
ইউনাইটেড পেট্রোলিয়াম ফ্রন্টের পক্ষ থেকে জানানো হয়েছে বহুদিন ধরে তাদের বেশকিছু দাবি ঝুলিয়ে রেখেছে তেল কোম্পানিগুলি। গত ৪ নভেম্বর রাষ্ট্রয়ত্ত তেল কোম্পানিগুলির সঙ্গে ফ্রন্টের একটি চুক্তি হয়। সেইসব দাবি মানা হয়নি। দাবি ছিল ডিলারদের কমিশন প্রতি ৬ মাসে পর্যালোচনা করতে হবে, পেট্রোলিয়াম পণ্য পরিবহণ ও লোকসান নিয়ে নতুন করে ভাবনাচিন্তা করতে হবে। ওইসব দাবি নিয়ে কিছুই করেনি তেল কোম্পানিগুলি। এনিয়ে সরকারের হস্তক্ষেপের দাবি করেছে ফ্রন্ট।
আরও পড়ুন- পাক নাগরিকদের মেডিক্যাল ভিসা দিয়ে আবারও মানবিকতা দেখালেন সুষমা