শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর, শান্ত থাকার আবেদন শীলার

দিল্লি গণধর্ষণকাণ্ডে তরুণীর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন তিনি জানিয়েছেন, ভারতের যুব সমাজের "দুঃখ ও শক্তি" জাহির করছে তাঁরা সমাজে পরিবর্তন চাইছেন। ভারতীয় সময় রাত ২টো ১৫ মিনিটে সিঙ্গাপুরের হাসপাতেলে ২৩ বছরের তরুণীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়ছেন।

Updated By: Dec 29, 2012, 10:09 AM IST

দিল্লি গণধর্ষণকাণ্ডে তরুণীর মৃত্যুতে গভীর শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। এদিন তিনি জানিয়েছেন, ভারতের যুব সমাজের "দুঃখ ও শক্তি" জাহির করছে তাঁরা সমাজে পরিবর্তন চাইছেন। ভারতীয় সময় রাত ২টো ১৫ মিনিটে সিঙ্গাপুরের হাসপাতেলে ২৩ বছরের তরুণীর মৃত্যুর পর প্রধানমন্ত্রী এক বিবৃতিতে একথা জানিয়ছেন।
তিনি জানিয়েছেন, "আমরা যদি আবেগ ও প্রতিবাদকে একটা গঠনমূলক দিক দিতে পারি, তবেই ওই তরুণীর প্রতি সত্যিকারের শ্রদ্ধাজ্ঞাপন হবে।"
গত ১৩ দিন ধরে মৃত্যুর সঙ্গে লড়াই চালিয়ে যাওয়া তরুণীর আকস্মিক মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন দিল্লি মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিতও। সাধারণ মানুষকে শান্তি বজার রাখার অনুরোধ জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তরুণীর মৃত্যু "সত্যিই, খুব খারপ খবর", বলেছেন শিলা দীক্ষিত। তাঁর আবেদন,"আমার অনুরোধ শান্তি-শৃঙ্খলা বজায় রাখুন।"

.