কোন পর্যায়ে করোনা টিকা? খতিয়ে দেখতে তিন শহরে সফর প্রধানমন্ত্রীর

ভারত বায়োটেক থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যাবেন পুণেতে। সেখানে তিনি সিরাম ইনস্টিটিউটে ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখবেন।

Updated By: Nov 28, 2020, 09:53 AM IST
কোন পর্যায়ে করোনা টিকা? খতিয়ে দেখতে তিন শহরে সফর প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: ভারতে কোন স্তরে রয়েছে করোনাভাইরাসের ভ্যাকসিন? কবে পাবে জনসাধারণ? দাম কত হবে? কীভাবে হবে সরবরাহ? এই সবটা খতিয়ে দেখতে আজ তিন শহরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আমদাবাদ-পুণে-হায়দরাবাদের সংশ্লিষ্ট ল্যাব ও দফতর ঘুরে দেখবেন প্রধানমন্ত্রী। 

 জানা গিয়েছে, শনিবার প্রথমে গুজরাতের আমদাবাদের সর্দার বল্লভভাই পটেল বিমানবন্দর থেকে হেলিকপ্টারে চাঙ্গোদরে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি জাইডাস ক্যাডিলাক সংস্থার তৈরি ভ্যাকসিন ‘জাইকোভ-ডি’ কোন স্তরে রয়েছে সেই সম্পর্কে জানবেন। এরপর হায়দরাবাদে ভারত বায়োটেকে যাওয়ার কথা। সেখানে তৈরি ভ্যাকসিন ‘কোভ্যাক্সিন’-এর সমস্ত রিপোর্ট খতিয়ে দেখবেন প্রধানমন্ত্রী। ভারত বায়োটেক থেকে প্রধানমন্ত্রী সোজা চলে যাবেন পুণেতে। সেখানে তিনি সিরাম ইনস্টিটিউটে ভ্যাকসিনের অগ্রগতি খতিয়ে দেখবেন।

 

শনিবার সকাল সাড়ে নটায় চাঙ্গোদর পার্কে পৌঁছালেন প্রধানমন্ত্রী। সেখান থেকে দুপুর দেড়টায়  হায়দরাবাদের পথে রওনা দেবেন। সেখান থেকে বিকেল ৪.৩-৫ টা নাগাদ পুণে যাওয়ার কথা।  ভ্যাকসিন সম্পর্কে কী জানতে পারলেন মোদী? তা জানতে অপেক্ষায় গোটা দেশ।

.