হায়দরাবাদ হাউসে ওবামার সঙ্গে 'চায় পে চর্চা' মোদীর
হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের পর এক চা চক্রে একান্তে মিলিত হলেন মোদী ও ওবামা। হায়দরাবাদ হাউসের বাগানের কিছুক্ষণ পায়চারি করেন দুই রাষ্ট্রনেতা। তারপর চায়ের টেবলে বসে দীর্ঘক্ষণ আলোচনা হয় দুজনের। ওবামা-মোদী বৈঠক নিয়ে কৌতুহলী রাজনৈতিক মহল।
কলকাতা: হায়দরাবাদ হাউসে মধ্যাহ্নভোজের পর এক চা চক্রে একান্তে মিলিত হলেন মোদী ও ওবামা। হায়দরাবাদ হাউসের বাগানের কিছুক্ষণ পায়চারি করেন দুই রাষ্ট্রনেতা। তারপর চায়ের টেবলে বসে দীর্ঘক্ষণ আলোচনা হয় দুজনের। ওবামা-মোদী বৈঠক নিয়ে কৌতুহলী রাজনৈতিক মহল।
আলোচনায় প্রাধান্য পেতে পারে পরমাণু চুক্তির বাস্তবায়নের ইস্যুটি। দুহাজার আট সালে দুদেশের অসামরিক পরমাণু চুক্তি হলেও, পরমাণু দায়বদ্ধতা বিলের কঠিন শর্তের কারণে ভারতে বিনিয়োগে আগ্রহী নয় মার্কিন শিল্পমহল। মোদীর সঙ্গে আলোচনায় প্রসঙ্গটি তোলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্টের ওপর চাপ রয়েছে সে দেশের শিল্পমহলেরও।
PM Modi and President Obama seated at the 'shamiana' in Hyderabad House #ObamaInIndia https://t.co/Lej4lfVxdD
— ANI (@ANI_news) January 25, 2015