PM Modi Assets Declaration: সম্পদ বেড়েছে প্রধানমন্ত্রীর, জেনে নিন কত টাকার মালিক মোদী!

PMO-এর ওয়েবসাইট দেওয়া তথ্য অনুসারে, ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত, প্রধানমন্ত্রী মোদীর মোট সম্পত্তি ছিল ২,২৩,৮২,৫০৪। পিএম মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ২০২২ সালের অক্টোবরে একটি বসবাসের জমি কিনেছিলেন। এই জমি যৌথভাবে অন্য তিনজনের মালিকানাধীন ছিল এবং এতে সকলের সমান অংশ ছিল।

Updated By: Aug 9, 2022, 05:34 PM IST
PM Modi Assets Declaration: সম্পদ বেড়েছে প্রধানমন্ত্রীর, জেনে নিন কত টাকার মালিক মোদী!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিষয় জানা গেল নতুন খবর। প্রধানমন্ত্রীর মোট সম্পদের পরিমাণ বেড়েছে ২৬ লাখ টাকা। প্রধানমন্ত্রী মোদীর মোট সম্পত্তি এখন ২.২৩ কোটি টাকা হয়েছে বলে জানা গিয়েছে। এই সম্পদের অধিকাংশই ব্যাংকে আমানত হিসেবে রয়েছে। যদিও, তিনি কোনও স্থাবর সম্পত্তির মালিক নন। জানা গিয়েছে তিনি গান্ধীনগরে নিজের জমির একটি অংশ দান করে দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় (PMO) নিজেদের ওয়েবসাইটে যে তথ্য দিয়েছে তাতে দেখা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর বন্ড, শেয়ার অথবা মিউচুয়াল ফান্ডে কোনও বিনিয়োগ নেই। কিন্তু তাঁর চারটি সোনার আংটি রয়েছে, যার মূল্য ১.৭৩ লক্ষ টাকা। পিএম মোদীর অস্থাবর সম্পদ এক বছর আগের তুলনায় ২৬.১৩ লাখ টাকা বেড়েছে, কিন্তু তার কোনো স্থাবর সম্পদ নেই, যার মূল্য ছিল ৩১ মার্চ, ২০২১ তারিখে তাঁর অস্থাবর সম্পত্তির পরিমাণ ছিল ১.১ কোটি টাকা।

PMO-এর ওয়েবসাইট দেওয়া তথ্য অনুসারে, ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত, প্রধানমন্ত্রী মোদীর মোট সম্পত্তি ছিল ২,২৩,৮২,৫০৪। পিএম মোদী যখন গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তিনি ২০২২ সালের অক্টোবরে একটি বসবাসের জমি কিনেছিলেন। এই জমি যৌথভাবে অন্য তিনজনের মালিকানাধীন ছিল এবং এতে সকলের সমান অংশ ছিল।

সর্বশেষ তথ্য অনুসারে, রিয়েল এস্টেট সার্ভে নম্বর ৪০১/এ-তে অন্য তিনজনের সঙ্গে যৌথ অংশীদারিত্ব ছিল এই জমিতে এবং তাদের প্রত্যেকের ২৫ শতাংশ শেয়ার ছিল। বর্তমানে মোদী এই ২৫ শতাংশের মালিক নন, কারণ এটি দান করা হয়েছে।

আরও পড়ুন: Kerala: অভিনব! উদ্ধারকারীদের জন্য হাসপাতাল তৈরি করছেন দুর্ঘটনাগ্রস্ত বিমানের যাত্রীরাই

৩১ মার্চ, ২০২২ পর্যন্ত প্রধানমন্ত্রীর কাছে থাকা মোট নগদের পরিমাণ ছিল ৩৫,২৫০ টাকা এবং পোস্ট অফিসে ছিল ৯,০৫,১০৫ টাকা মূল্যের জাতীয় সঞ্চয় শংসাপত্র এবং ১,৮৯,৩০৫ টাকার জীবন বীমা পলিসি। প্রধানমন্ত্রী মোদীর মন্ত্রিসভা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং-ও রয়েছেন যিনি নিজের সম্পদ ঘোষণা করেছেন। ৩১ মার্চ, ২০২২ পর্যন্ত রাজনাথ সিংয়ের স্থাবর ও অস্থাবর সম্পত্তি রয়েছে যথাক্রমে ২.৫৪ কোটি টাকা এবং ২.৯৭ কোটি টাকা।

মোদী মন্ত্রিসভার ২৯ জন সদস্যের মধ্যে ধর্মেন্দ্র প্রধান, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, আর কে সিং, হরদীপ সিং পুরী, পুরুষোত্তম রুপালা এবং জি রেড্ডি নিজেদের এবং তাদের উপর নির্ভরশীলদের সম্পদ ঘোষণা করেছেন। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মুখতার আব্বাস নকভিও গত আর্থিক বছরের জন্য তার সম্পদের পরিমাণ ঘোষণা করেছেন। যদিও জুলাই মাসে তিনি পদত্যাগ করেন।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.