করোনা বধে নবরাত্রিতে দেশবাসীকে ৯টি টোটকা প্রধানমন্ত্রীর

রবিবার 'জনতা কার্ফু'র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। 

Updated By: Mar 19, 2020, 09:48 PM IST
করোনা বধে নবরাত্রিতে দেশবাসীকে ৯টি টোটকা প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের মোকাবিলায় রবিবার 'জনতা কার্ফু'র ডাক দিয়েছেন প্রধানমন্ত্রী। বলেছেন,''আগামী রবিবার ২২ মার্চ সকাল ৭ থেকে রাত ৯টা পর্যন্ত সকল দেশবাসীকে জনতা কার্ফু পালনের অনুরোধ করছি। এর পাশাপাশি নবরাত্রির আগে করোনা থেকে বাঁচতে দেশবাসীর কাছে ৯টি আবেদন করেছেন মোদী।       

১.প্রত্যেক ভারতীয় সজাগ ও সতর্ক থাকতে হবে। আগামী কয়েক সপ্তাহ জরুরি কাজ ছাড়া বাইরে বেরোবেন না। 

২.৬০-৬৫ বছরের ঊর্ধ্বে ব্যক্তিরা ঘরের বাইরে বেরোবেন না। 

৩.রবিবার, ২২ মার্চ সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত পালন করুন জনতা কার্ফু।

৪.অন্যদের সেবায় নিয়োজিতদের ধন্যবাদজ্ঞাপনে রবিবার বিকেল ৫টায় হাততালি, থালা বাজান। 

৫.রুটিন চেকআপ ছাড়া কেউ হাসপাতালে যাবেন না। শল্য চিকিত্সা জরুরি না হলে তারিখ পিছিয়ে দিন। 
  
৬.করোনভাইরাসের ধাক্কায় দেশের অর্থনীতিকে বাঁচাতে অর্থমন্ত্রী নির্মলা সীতারমনের নেতৃত্বে  Covid-19 Economic Response Task Force-এর গঠন। 

৭.করোনাভাইরাসের জেরে কাজে আসতে না পারলে চালক, মালি, রাঁধুনিদের বেতন কাটবেন না শিল্পপতি, উচ্চআয়ের ব্যক্তিরা। 

৮.ভীত হবেন না। খাবার মজুত করার দরকার নেই। দেশে খাদ্যশস্যের ঘাটতি নেই। 

৯.গুজব থেকে দূরে থাকুন

 

করোনাভাইরাস নিয়ে হেলাফেলার মতো পরিস্থিতি নেই বলে বারবার মনে করিয়ে দিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর বার্তা,''ভিড় থেকে বাঁচুন। ঘরের বাইরে যাবেন না। আপনারা ভাবছেন, ঠিক আছি, আমার কিছু হবে না। বাজারে ঘুরবেন, রাস্তায় যাবেন। এভাবে ভাবছেন করোনা থেকে বাঁচবেন! এটা ঠিক নয়। নিজের সঙ্গে ও প্রিয়জনের সঙ্গে অবিচার করে ফেলবেন। এজন্য সকল দেশবাসীকে অনুরোধ আরও কয়েক সপ্তাহ জরুরি কাজ না থাকলে বাড়ির বাইরে বেরোবেন না।''

আরও পড়ুন- করোনা রুখতে রবিবার সকাল ৭টা থেকে রাত ৯টা 'জনতা কার্ফু': মোদী

.