আন্তর্জাতিক বৈশাখ দিবসে যোগ দিতে শ্রীলঙ্কা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী
দুদিনের সফরে শ্রীলঙ্কায় পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন উপলক্ষে তিনি শ্রীলঙ্কা গিয়েছেন। বুদ্ধজয়ন্তী উপলক্ষেই শ্রীলঙ্কা সফর প্রধানমন্ত্রীর। এছাড়া, বুদ্ধজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদীর।
![আন্তর্জাতিক বৈশাখ দিবসে যোগ দিতে শ্রীলঙ্কা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী আন্তর্জাতিক বৈশাখ দিবসে যোগ দিতে শ্রীলঙ্কা পৌঁছলেন প্রধানমন্ত্রী মোদী](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2017/05/12/85350-modi-12-5-17.jpg)
ওয়েব ডেস্ক: দুদিনের সফরে শ্রীলঙ্কায় পৌছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপন উপলক্ষে তিনি শ্রীলঙ্কা গিয়েছেন। বুদ্ধজয়ন্তী উপলক্ষেই শ্রীলঙ্কা সফর প্রধানমন্ত্রীর। এছাড়া, বুদ্ধজয়ন্তী উপলক্ষে আয়োজিত সপ্তাহব্যাপী কর্মসূচিতে ভাষণ দেওয়ার কথা রয়েছে মোদীর।
এই প্রসঙ্গে প্রধানমন্ত্রী জানিয়েছেন যে, ‘দু বছরে এটা আমার দ্বিতীয়বার শ্রীলঙ্কা সফর। এই সফরের ফলে শ্রীলঙ্কার এবং ভারতের মধ্যে সম্পর্ক আরও উন্নত হবে।‘
প্রধানমন্ত্রী আরও জানান, ‘শ্রীলঙ্কা সফরে আমি কলম্বোতে আয়োজিত আন্তর্জাতিক বৈশাখ দিবস উদযাপনে অংশগ্রহণ করব। সেখানে বৌদ্ধ আধ্যাত্মিক নেতা, স্কলারদের সঙ্গে অবশ্যই কথাবার্তা বলব।’