৬ মাস পর কাশ্মীর ইস্যুতে আলোচনা শুরু করতে বিদেশ সচিবকে পাকিস্তানে পাঠাচ্ছেন মোদী

বিদেশ সচিব সুহ্মমনিয়ম জয়শঙ্করকে পাকিস্তানে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের ২ সপ্তাহের মধ্যেই পাকিস্তানে বিদেশ সচিবকে পাঠাচ্ছেন মোদী।

Updated By: Feb 13, 2015, 09:34 PM IST
৬ মাস পর কাশ্মীর ইস্যুতে আলোচনা শুরু করতে বিদেশ সচিবকে পাকিস্তানে পাঠাচ্ছেন মোদী

ওয়েব ডেস্ক: বিদেশ সচিব সুহ্মমনিয়ম জয়শঙ্করকে পাকিস্তানে পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ভারত সফরের ২ সপ্তাহের মধ্যেই পাকিস্তানে বিদেশ সচিবকে পাঠাচ্ছেন মোদী। টানা ৬ মাস পর কাশ্মীর ইস্যুতে ফের আলোচনা শুরু হতে চলেছে দুই দেশের মধ্যে।

শুক্রবার সকালেই নওয়াজ শরিফকে ফোন করে বিশ্বকাপে পাকিস্তানের সাফল্যের জন্য শুভেচ্ছা জানান মোদী। ভারতের বিদেশ সচিবকে পাকিস্তানে স্বাগত জানিয়েছেন নওয়াজ শরিফ। পাকিস্তান থেকে আফগানিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কাও যাবেন জয়শঙ্কর।

শুধু পাকিস্তান নয়, বিশ্বকাপে অংশ নেওয়া সার্কের অন্তর্ভুক্ত সব দেশকেই শুভেচ্ছা জানিয়েছেন মোদী। ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, বাংলাদেশের পাশাপাশি বিশ্বকাপে খেলবে আফগানিস্তানও।
কাল থেকে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ ২০১৫। এবারের আয়োজক দেশ নিউজিল্যান্ড-অস্ট্রেলিয়া।

রবিবার বিশ্বকাপে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান।

.