বেঙ্গালুরু-এর্নাকুলম লাইনে রেল দুর্ঘটনায় মৃত ১১, আহত ৬০
বেঙ্গালুরুর এনাকেলের রেল দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ১১ জনের, আহত হয়েছেন ৬০ জন। বেঙ্গালুরু থেকে কেরলের এর্নাকুলম যাওয়ার পথে ট্রেন বেলাইন হয়ে ঘটে দুর্ঘটনা। রেল আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার কবলে পড়া ব্যাঙ্গালোর সিটি-এর্নাকুলম ইন্টারসিটি এক্সপ্রেসের ৯টি কামরা বেলাইনি হয়ে যায়। ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন রেলমন্ত্রী সুরেশ প্রভু।


Pic courtesy: ANI