করোনা আবহে অর্থনীতি চাঙ্গা করতে আজ বৈঠকে মোদী-মরিসন

বাণিজ্য ও প্রতিরক্ষা- এই দুই বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতাই বৈঠকের মূল বিষয়।

Updated By: Jun 4, 2020, 10:42 AM IST
করোনা আবহে অর্থনীতি চাঙ্গা করতে আজ বৈঠকে মোদী-মরিসন

নিজস্ব প্রতিবেদন : ধীরে ধীরে করোনাভাইরাস লকডাউন লঘু হচ্ছে বিশ্বজুড়ে। অর্থনীতিকে ফের চাঙ্গা করাই এখন বিশ্বের তাবড় দেশের চ্যালেঞ্জ। আর সেই লক্ষ্যেই বুধবার দ্বিপাক্ষিক ভার্চুয়াল বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন। 

ঠিক কী নিয়ে আলোচনা করবেন মোদী-মরিসন? বাণিজ্য ও প্রতিরক্ষা- এই দুই বিষয়ে দ্বিপাক্ষিক সহযোগিতাই বৈঠকের মূল বিষয়। বিশেষত, দুই দেশের মধ্যে প্রতিরক্ষা ক্ষেত্রে বেশ কিছু উল্লেখযোগ্য চুক্তি আজ পৌঁছতে পারে অন্তিম পর্বে। 

এই প্রথম কোনও দেশের প্রধানমন্ত্রীর সঙ্গে ভার্চুয়াল কনফারেন্সের মাধ্যমে দ্বিপাক্ষিক বৈঠকে যোগ দেবেন নরেন্দ্র মোদী। গত দেড় বছরের সময়কালে বিভিন্ন ক্ষেত্রে প্রায় ৪ বার মুখোমুখি হয়েছেন মোদী-মরিসন। 

"দুই দেশের মধ্যে সম্পর্কের কাঠামোটা আরও শক্তপোক্ত করে তোলার সুযোগ মিলবে এই ভার্চুয়াল সামিটে। ভারত-অস্ট্রেলিয়ার সম্পর্ক আরও দৃঢ় করা ছাড়াও করোনাভাইরাস পরিস্থিতিকে দুই দেশ কীভাবে নিয়ন্ত্রণের চেষ্টা করছে, সেই নিয়েও আলোচনা হবে," বিদেশমন্ত্রকের এক বিবৃতিতে বুধবারের মোদী-মরিসন সামিটের উদ্দেশ্য ব্যাখা করে জানানো হয়।

.