সরকার গঠনের প্রস্তাব নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করলেন মোদী
সংসদের সেন্ট্রাল হল থেকে সোজা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যান মোদী।
নিজস্ব প্রতিবেদন: শুক্রবার রীতি মেনে প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শনিবার রাতে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের কাছে সরকার গঠনের আবেদন জানালেন দেশের ভাবী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
ঐকমত্যের ভিত্তিতে দ্বিতীয়বারের জন্য বিজেপি ও এনডিএ-এর সংসদীয় নেতা নির্বাচিত হয়েছেন নরেন্দ্র মোদী। এদিন সংসদের সেন্ট্রাল হলে বিজেপি সহ এনডিএ-র সব শরিক দলের সঙ্গে বৈঠক হয়। সংসদের সেন্ট্রাল হল থেকে সোজা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করতে যান মোদী।
Rashtrapati Bhavan: Exercising powers vested in him under Article 75 (1) of the Constitution of India, President Ram Nath Kovind, today appointed Narendra Modi to the office of Prime Minister of India pic.twitter.com/63lfkNtzsD
— ANI (@ANI) May 25, 2019
২০২২ সাল দেশের কাছে গুরুত্বপূর্ণ।আজাদির ৭৫ বছর পূর্তির সামনে দেশ। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করে বেরিয়ে এসে একথাই বললেন নরেন্দ্র মোদী।
Narendra Modi: President today gave me a letter designating me as the Prime Minister...The country has given me a huge mandate and the mandate comes with the expectations of the people. pic.twitter.com/Q3AgRA7ck1
— ANI (@ANI) May 25, 2019
Narendra Modi: 'Sabka saath, sabka vikas, sabka vishwas' is a mantra that shows the path to development for every region of India. I once again thank the people of the nation and assure them that the new govt will leave no stones unturned to fulfill your dreams & expectations pic.twitter.com/Kr67IqLm2d
— ANI (@ANI) May 25, 2019
রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাত করলেও কবে শপথগ্রহণ তা জানাননি দেশের ভাবী প্রধানমন্ত্রী। সূত্রের খবর, প্রধানমন্ত্রীর পদে ৩০ মে শপথ নিতে পারেন নমো।
আরও পড়ুন - দেশের মানুষ ভগবান! নির্বাচিত জনপ্রতিনিধিদের 'রং' না দেখে কাজ করার ডাক মোদীর