আমার কোনও আত্মীয় নেই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপোসহীন: মোদী

Updated By: Sep 25, 2017, 09:47 PM IST
আমার কোনও আত্মীয় নেই, দুর্নীতির বিরুদ্ধে লড়াই আপোসহীন: মোদী

ওয়েব ডেস্ক: দলের কর্মসমিতির বৈঠকে ফের নিজেকে গরিবের মসিহা হিসেবে তুলে ধরলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর কথায়, “আমার কোনও আত্মীয় নেই। আর তাই দুর্নীতির বিরুদ্ধে আমার লড়াই আপোসহীন। সাধারণ মানুষের মঙ্গলের জন্যই রাজনীতি করি।”

বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে অরুণ জেটলি বলেন, ''প্রধানমন্ত্রী পরামর্শ দিয়েছেন, নির্বাচনের বাইরে বিজেপিকে বের করতে হবে। সাধারণ মানুষের আরও অংশীদারিত্ব বাড়াতে হবে। দলের আগে দেশই আমাদের অগ্রাধিকার।''     

বৈঠকে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, ২০২২ সালে নতুন ভারত গঠন করাই তাঁর লক্ষ্য। পাশাপাশি তিনি বলেন, ''বিরোধীদের সুখভোগের জন্য ক্ষমতায় আসতে চায়। তবে তাঁর উদ্দেশ্য সেবা।'' পাশাপাশি কেরলে বামেদের সঙ্গে বিজেপির লড়াই নিয়েও বার্তা দিয়েছেন মোদী। তিনি দলকে রাজনৈতিকভাবে লড়াই করার পরামর্শ দেন।   

আরও পড়ুন, পাঁচ বছরের জন্য বিনামূল্যে বিদ্যুত্, 'সৌভাগ্য'-এর সূচনা করলেন মোদী

 

.