দেশবাসীর পাশে সরকার, কুলভূষণ-মামলায় রায়ের পর মনে করালেন মোদী

কুলভূষণ মামলায় আন্তর্জাতিক আদালতে স্বস্তি ভারতের। 

Updated By: Jul 17, 2019, 10:09 PM IST
দেশবাসীর পাশে সরকার, কুলভূষণ-মামলায় রায়ের পর মনে করালেন মোদী

নিজস্ব প্রতিবেদন: কুলভূষণ যাদবের মৃত্যুদণ্ড আপাতত রদ করে ভারতের পক্ষে রায় দিয়েছে আন্তর্জাতিক আদালত। বিশ্ব দরবারে জয়ের পর নরেন্দ্র মোদীর প্রতিক্রিয়া, এটা সত্য ও ন্যায় বিজয়। 

আন্তর্জাতিক আদালতে কুলভূষণ যাদব মামলায় বড়সড় সাফল্য পেয়েছে ভারত। পাকিস্তানের সেনা আদালতকে মৃত্যুদণ্ড পর্যালোচনার নির্দেশ দিয়েছে আন্তর্জাতিক আদালত। এরপর প্রধানমন্ত্রী টুইট করেন, 'আন্তর্জাতিক আদালতের রায়কে স্বাগত জানাচ্ছি। সত্য ও ন্যায়ের জয় হয়েছে। একাধিক তথ্য খুঁটিনাটি পর্যালোচনার পর রায়দান করায় আন্তর্জাতিক আদালতকে অভিনন্দন। আমি নিশ্চিত, কুলভূষণ বিচার পাবেন।' একইসঙ্গে প্রধানমন্ত্রী মনে করিয়ে দিয়েছেন, তাঁর সরকার দেশের প্রতিটি মানুষের নিরাপত্তা ও উন্নতির জন্য সচেষ্ট। 

.