কোরান বিলি করতে হবে না রিচা ভারতীকে, রায়ের শর্ত প্রত্যাহার আদালতের
ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ ওঠে বি কমের ছাত্রী রিচা ভারতীর বিরুদ্ধে।
নিজস্ব প্রতিবেদন: জামিনের শর্ত হিসেবে কোরান বিলির নির্দেশ দিয়েছিল রাঁচির আদালত। সামাজিক যোগাযোগ মাধ্যমে তুমুল সমালোচনার পর ওই শর্ত প্রত্যাহার করল আদালত। ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগে রিচা ভারতীকে গ্রেফতার করে পুলিস। রাঁচির আদালত তাঁর জামিন মঞ্জুর করে কোরান বিলির শর্ত দিয়েছিল।
রাঁচির জুডিয়াশিয়াল ম্যাজিস্ট্রেট একটি বিবৃতি দিয়ে জানিয়েছে,'তদন্তকারী অফিসার আবেদন করেছেন, শর্তপূরণে কোরান বিলি করতে দিয়ে সমস্যার সম্মুখীন হতে পারেন অভিযুক্ত। রায়টি বদলের আর্জি করা হয়েছিল। ওই আদেশটি বদলে দেওয়া হচ্ছে। তবে রায়ের বাকি অংশ একই থাকছে'।
A Ranchi Court modified its earlier order by dropping additional condition of distribution of copies of Holy Quran by a student, Richa Bharti.Court had earlier passed judgement to distribute Holy Quran as condition for bail, for posting an allegedly communal post on social media. pic.twitter.com/kJXBNOgvEF
— ANI (@ANI) July 17, 2019
ফেসবুকে উস্কানিমূলক পোস্ট করার অভিযোগ ওঠে বি কমের ছাত্রী রিচা ভারতীর বিরুদ্ধে। তাঁর বিরুদ্ধে মামলা করে অঞ্জুমান কমিটি। তাঁকে কোরান বিলির নির্দেশ দেয় রাঁচির আদালত। সেই নির্দেশ চ্যালেঞ্জ করে ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন রিচা ভারতী।
আরও পড়ুন- বন্দুক হাতে নাচার ফল, মোদীর নির্দেশ মেনে বিধায়ককে দল থেকে তাড়াল বিজেপি