শান্তি আলোচনার সময় পেরিয়ে গিয়েছে, এবার পদক্ষেপ, বার্তা নরেন্দ্র মোদীর

আর্জেন্টিনার রাষ্ট্রপতি মৌরিসিয়ো ম্যাক্রির সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদী। 

Updated By: Feb 18, 2019, 05:27 PM IST
শান্তি আলোচনার সময় পেরিয়ে গিয়েছে, এবার পদক্ষেপ, বার্তা নরেন্দ্র মোদীর

নিজস্ব প্রতিবেদন: আর আলোচনা নয়, এবার পাল্টা জবাব দিতে হবে। পুলওয়ামায় সন্ত্রাসী হামলার প্রেক্ষিতে সোমবার আরও একবার ভারত সরকারের অবস্থান স্পষ্ট করে দিলেন নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মনে করেন, বিশ্বশান্তি ও স্থিরতার জন্য বিপজ্জনক হয়ে উঠেছে সন্ত্রাসবাদ। মানবতাবিরোধী সন্ত্রাসবাদের সমর্থকদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে তাদের উত্সাহিত করা হবে। 

আর্জেন্টিনার রাষ্ট্রপতি মৌরিসিয়ো ম্যাক্রির সঙ্গে বৈঠকের পর প্রধানমন্ত্রী বলেন,''পুলওয়ামার  সন্ত্রাস বুঝিয়ে দিয়েছে, আলোচনার সময় পেরিয়ে গিয়েছে। এবার সন্ত্রাসবাদ ও তাদের সমর্থকদের বিরুদ্ধে একজোট হয়ে পোক্ত পদক্ষেপ করা উচিত গোটা দুনিয়ার''। 

একইসঙ্গে পাকিস্তানের নাম না করে নরেন্দ্র মোদী বলেন,''সন্ত্রাসবাদী ও মানবতাবিরোধী সমর্থকদের বিরুদ্ধে পদক্ষেপে ঢিলে দেওয়া হলে তা আদতে সন্ত্রাসবাদকেই মদত দেয়। আর্জেন্টিনার রাষ্ট্রপতিও' সহমত পোষণ করেছেন, বিশ্বের শান্তি ও স্থিরতার জন্য সন্ত্রাসবাদ বিপজ্জনক'।  

আরও পড়ুন- পাক পণ্যে শুল্ক বাড়ল ২০০ শতাংশ, পুলওয়ামা হামলার পর সিদ্ধান্ত নয়াদিল্লির

.