শক্ত হাতে মাও মোকাবিলা হোক, চান প্রধানমন্ত্রী

একদিকে কড়া হাতে মাওবাদী সন্ত্রাসের মোকাবিলা। অন্যদিকে, মাওবাদী এলাকাগুলির উন্নয়নে আরও বরাদ্দ বৃদ্ধি। মাওবাদী মোকাবিলায় দ্বিমুখী এই কৌশল থেকে সরছে না কেন্দ্র। তবে আরও  নিখুঁত করে তোলা হবে রণকৌশল। সোমবার দিল্লিতে মাওবাদী মোকাবিলায় সর্বদল বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মাওবাদী মোকাবিলায় রাজ্যগুলিকে সবকরম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।

Updated By: Jun 11, 2013, 11:59 AM IST

একদিকে কড়া হাতে মাওবাদী সন্ত্রাসের মোকাবিলা। অন্যদিকে, মাওবাদী এলাকাগুলির উন্নয়নে আরও বরাদ্দ বৃদ্ধি। মাওবাদী মোকাবিলায় দ্বিমুখী এই কৌশল থেকে সরছে না কেন্দ্র। তবে আরও  নিখুঁত করে তোলা হবে রণকৌশল। সোমবার দিল্লিতে মাওবাদী মোকাবিলায় সর্বদল বৈঠকে এই মন্তব্য করেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। মাওবাদী মোকাবিলায় রাজ্যগুলিকে সবকরম সাহায্য করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী।
মাওবাদী মোকাবিলায় সোমবার দিল্লিতে সর্বদলীয় বৈঠকে যোগ দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং। গত ২৫ মে ছত্তিসগড়ে কংগ্রেস পরিবর্তন যাত্রার ওপর মাওবাদী হামলার প্রেক্ষিতেই এই বৈঠক ডাকা হয়েছিল। কংগ্রেস, বিজেপি নেতারা ছাড়াও বৈঠকে অংশ নেন বিএসপি নেত্রী মায়াবতী। গত সপ্তাহেই ইউপিএর কার্যকরী সমিতির বৈঠকে প্রধানমন্ত্রী মনমোহন সিং দেশের অভ্যন্তরীণ সুরক্ষা আরও শক্তিশালী করার প্রস্তাব দেন। একই সঙ্গে  মাওবাদী প্রভাবিত এলাকাগুলির উন্নয়নেও গুরুত্ব দেন। সোমবারের বৈঠকে মাওবাদী হামলার মোকাবিলায় নতুন রণকৌশলের প্রণয়নের ওপর জোর দেন প্রধানমন্ত্রী। তবে মাওবাদী মোকাবিলায় সেনাবাহিনীর সাহায্যে নেওয়ার কথা এখনই ভাবা হচ্ছে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
 
মাওবাদী প্রভাবিত রাজ্যগুলিকে বিশেষ  রণকৌশলগত সাহায্য দেওয়ার দাবি জানান বিরোধী নেতা-নেত্রীরা। মাওবাদীদের মোকাবিলায় রাজ্যগুলিকে আরও শক্তিশালী কর্মসূচি নেওয়ার আর্জি জানিয়েছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে কেন্দ্রের তরফে সবকরম সাহায্য করার আশ্বাস দিয়েছেন তিনি। 

.