PM Security Breach: ভাঙল খোদ প্রধানমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী, মালা হাতে মোদীর কাছে পৌঁছে গেল কিশোর
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসপিজি থাকলেও রাস্তার পাশের জনতাকে সামলায় রাজ্য পুলিস। সেক্ষেত্রে ওই যুবক কীভাবে রাজ্য পুলিসের বলয় ভেঙে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গাড়ির দরজায় দাঁড়িয়ে জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। কর্ণাটকের হুবলিতে রোড শো চলাকালীন আচমকাই মালা হাতে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল এক কিশোর। কিন্তু তাকে থামিয়ে দেন প্রধানমন্ত্রীর নিরাপত্তারক্ষীরা। তবে মালাটি হাতে নেন মোদী। এসপিজির ঘেরাটোপে রাস্তার পাশের ঘেরাটোপ ভেঙে কীভাবে ওই কিশোর খোদ প্রধানমন্ত্রী কাছে পৌঁছে গেল তা নিয়েই প্রশ্ন উঠে গেল।
আরও পড়ুন- অ্য়াকাউন্ট আচমকাই ৫০ লাখ টাকা! দিল্লি থেকে এল 'সিবিআই', আতঙ্কিত নার্সিংহোম কর্মী
#WATCH | Karnataka: A young man breaches security cover of PM Modi to give him a garland, pulled away by security personnel, during his roadshow in Hubballi.
(Source: DD) pic.twitter.com/NRK22vn23S
— ANI (@ANI) January 12, 2023
প্রধানমন্ত্রীর নিরাপত্তায় এসপিজি থাকলেও রাস্তার পাশের জনতাকে সামলায় রাজ্য পুলিস। সেক্ষেত্রে ওই কিশোর কীভাবে রাজ্য পুলিসের বলয় ভেঙে প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে গেল তা নিয়ে এখন তোলপাড় শুরু হয়েছে।
প্রধানমন্ত্রী যখন রাস্তা দিয়ে যাচ্ছিলেন তখন রাস্তার পাশ দিয়ে ছুটতে শুরু করেন কিছু লোক। অনেকেই স্লোগান দিচ্ছিলেন। তার মধ্যে রাস্তার বেড়া পেরিয়ে প্রধানমন্ত্রীর গাড়ির কাছে পৌঁছে যায় ওই কিশোর। মোট ৫টি স্তরের নিরাপত্তা থাকে প্রধানমন্ত্রীর। সবচেয়ে বাইরের স্তরে থাকে রাজ্য পুলিসের নিরাপত্তা।
গতবছর ৫ জানুয়ারি পঞ্জাবের ফিরোজপুরে একবার প্রধামন্ত্রীর নিরাপত্তা বলয় ভাঙার প্রশ্ন উঠেছিল। বিক্ষোভকারী কৃষকদের আন্দোলনের জোরে ফিরোজপুরে একটি ফ্লাইওভারের উপরে প্রায় ২০ মিনিট আটকে যায় প্রধানমন্ত্রীর কনভয়। এনিয়ে তদন্ত হলে বেরিয়ে আসে ওই ঘটনার পেছনে পঞ্জাব পুলিসের গলদ ছিল।
উল্লেখ্য, প্রধানমন্ত্রীর মন্ত্রীর নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি। প্রধানমন্ত্রী কোনও জায়গায় গেলে তাঁর নিরাপত্তা ব্যবস্থা একেবারে ব্লু বুক অনুয়ায়ী হয়ে থাকে। কোনও জায়গায় প্রধানমন্ত্রী যাওয়ার ৭২ ঘণ্টা আগে রাজ্য পুলিস ও গোয়েন্দাদের সঙ্গে বৈঠক করে এসপিজি। কনভয় কোন দিক দিয়ে যাবে তা ঠিক করে ফেলা হয়। এখানে দেখা যাচ্ছে রাজ্য পুলিসের বেষ্টনী ভেঙে ওই কিশোর ঢুকে পড়েছে। প্রধানমন্ত্রীর ২ ফুটের মধ্যে চলে আসে ওই কিশোর। অর্থাত্ এসপিজির নিরাপত্তা বেষ্টনীও ভঙ্গ হয়েছে বলে মনে করা হচ্ছে।