মুজফফরনগরের দাঙ্গা অত্যন্ত দুর্ভাগ্যজনক: মনমোহন সিং
মুজফফরনগরের দাঙ্গার এক সপ্তাহ বাদে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে হিংসা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সপুত্র কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। এই এক সপ্তাহের দাঙ্গা কেড়ে নিয়েছে ৪৭টি তাজা প্রাণ।
মুজফফরনগরের দাঙ্গার এক সপ্তাহ বাদে নিশ্ছিদ্র নিরাপত্তার মধ্যে হিংসা বিধ্বস্ত অঞ্চল পরিদর্শনে গেলেন প্রধানমন্ত্রী মনমোহন সিং ও সপুত্র কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। এই এক সপ্তাহের দাঙ্গা কেড়ে নিয়েছে ৪৭টি তাজা প্রাণ।
মুজজফর নগরে পৌঁছিয়ে দাঙ্গায় ক্ষতিগ্রস্থ মানুষদের সঙ্গে কথা বলেন তাঁরা। ত্রাণ কার্য কেমন চলছে সে সম্বন্ধে খোঁজ খবরও নেন তাঁরা।
মুজফফরনগরের দাঙ্গাকে অতন্ত্য দুর্ভাগ্যজনক আখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী। দোষীদের শাস্তি হওয়া উচিৎ বলেও মন্তব্য করেন তিনি।
ঘরছাড়াদের দ্রুত ঘরে ফিরিয়ে আনাই কেন্দ্রীয় সরকারের মুখ্য কর্তব্য বলে জানিয়েছেন মনমোহন সিং। বাসি কালানে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি জানান 'নিরাপত্তা ব্যবস্থা করা উত্তরপ্রদেশ সরকারের দায়িত্ব। কিন্তু ঘরছাড়াদের যথাযথ ভাবে ফিরিয়ে আনতে রাজ্য সরকারকে সমস্ত রকম সাহায্য করবে কেন্দ্রীয় সরকার।''
প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে হিংসাবিধ্বস্ত মুজফফরনগরে গেলেন সোনিয়া গান্ধী এবং রাহুল গান্ধী। শাহপুরে হিংসাবিধ্বস্ত বিভিন্ন এলাকা ঘুরে দেখেন তাঁরা। কথা বলেন ওই জেলার প্রশাসনিক কর্তাদের সঙ্গেও। বাসসিতালা এবং তাওলিলের ত্রাণশিবির গুলিতেও যান মনমোহন-সোনিয়া।
গতকালই মুজফফরনগরে গিয়ে স্থানীয় মানুষের বিক্ষোভের মুখে পড়েছিলেন অখিলেশ যাদব। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীকে কালোপতাকাও দেখানো হয়। আজ তাই প্রধানমন্ত্রী এবং সোনিয়া-রাহুলের সফর ঘিরে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে মুজফফরনগর এবং শামলি এলাকা।