জঙ্গিঘাঁটি নিয়ে ফের বিক্ষোভ পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দাদের
সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। দ্রুত সরানো হোক জঙ্গিঘাঁটি । এছাড়াও একগুচ্ছ দাবি নিয়ে লন্ডনে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, জঙ্গিঘাঁটি দ্রুত সরিয়ে নিক পাকিস্তান। তাঁদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের ছাত্রদের মিথ্যা মামলা দিয়ে সন্ত্রাসবাদী বানানোর চেষ্টা চলছে।
ওয়েব ডেস্ক : সন্ত্রাসবাদকে মদত দেওয়া বন্ধ করুক পাকিস্তান। দ্রুত সরানো হোক জঙ্গিঘাঁটি । এছাড়াও একগুচ্ছ দাবি নিয়ে লন্ডনে পাক হাই কমিশনের সামনে বিক্ষোভ দেখালেন পাক অধিকৃত কাশ্মীরের বাসিন্দারা। বিক্ষোভকারীদের দাবি, জঙ্গিঘাঁটি দ্রুত সরিয়ে নিক পাকিস্তান। তাঁদের অভিযোগ, পাক অধিকৃত কাশ্মীরের ছাত্রদের মিথ্যা মামলা দিয়ে সন্ত্রাসবাদী বানানোর চেষ্টা চলছে।
অন্যদিকে, পাকিস্তানকে কোণঠাসা করতে এবার আন্তর্জাতিক মঞ্চে আরও চাপ বাড়াল ভারত। নজর এড়িয়ে পরমাণু শক্তির সম্ভার বাড়ানো এবং জঙ্গিগোষ্ঠীগুলির সঙ্গে পাক প্রশাসনের সমঝোতা গোটা পৃথিবীর কাছে বিপদ। এমন চলতে থাকলে বিশ্বশান্তি নষ্ট হবে। রাষ্ট্রসংঘে এমনটাই জানিয়েছে ভারত। ভারতের তরফে আর্জি জানানো হয়েছে ,সন্ত্রাসের মদতদাতা পাকিস্তানকে সামরিক সহায়তা বন্ধ করার ।
পাশাপাশি দশেরার অনুষ্ঠানে সন্ত্রাসবাদ নিয়ে নাম না করে পাকিস্তানের বিরুদ্ধে তোপ দাগার পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মন্তব্য করেন কখনও কখনও যুদ্ধ অনিবার্য হয়ে পড়ে। তবে ভারত যে যুদ্ধের বদলে শান্তির পথেই হাঁটতে চায়, তাও বুঝিয়ে দেন প্রধানমন্ত্রী।