বাস্তারে বেআব্রু নারী নিরাপত্তা, পুলিসের হাতেই একের পর এক ধর্ষিতা যুবতী!

রক্ষকই ভক্ষক। যাদের হাতে আইন রক্ষার ভার, যাদের কাছে মানুষ বিপদে পড়ে বিচার চাইতে ছোটে, আশ্রয় খোঁজে, তারাই কেড়ে নিয়েছে সম্মান-ইজ্জত। যুবতী-মহিলা মিলিয়ে কমপক্ষে ১৬ জনকে ধর্ষণ, শ্লীলতাহানি করেছে ছত্তিশগড় পুলিস। বলছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট।

Updated By: Jan 8, 2017, 04:38 PM IST
বাস্তারে বেআব্রু নারী নিরাপত্তা, পুলিসের হাতেই একের পর এক ধর্ষিতা যুবতী!

ওয়েব ডেস্ক : রক্ষকই ভক্ষক। যাদের হাতে আইন রক্ষার ভার, যাদের কাছে মানুষ বিপদে পড়ে বিচার চাইতে ছোটে, আশ্রয় খোঁজে, তারাই কেড়ে নিয়েছে সম্মান-ইজ্জত। যুবতী-মহিলা মিলিয়ে কমপক্ষে ১৬ জনকে ধর্ষণ, শ্লীলতাহানি করেছে ছত্তিশগড় পুলিস। বলছে জাতীয় মানবাধিকার কমিশনের রিপোর্ট।

বিস্তারিত রিপোর্ট বলছে, ছত্তিশগড়ের বাস্তার অঞ্চলের প্রায় ১৬ জন তরুণী-মহিলাকে ধর্ষণ, যৌন হেনস্থা, শ্লীলতাহানি করেছে সেখানকার পুলিস। গোটা ঘটনায় ইতিমধ্যেই রাজ্য সরকারের কফৈয়ত্ তলব করেছে।  একইসঙ্গে নির্যাতিতাদের কী কারণে কেন পর্যাপ্ত ক্ষতিপূরণ দেওয়া হয়নি, তাই নিয়েও প্রশ্ন তুলেছে NHRC। বিজেপি শাসিত ছত্তিশগড়ে এরকম ঘটনা আরও রয়েছে বলে উল্লেখ রিপোর্টে। কমপক্ষে আরও ২০ জনের জবানবন্দি কমিশনের কাছে পৌঁছাবে বলে জানিয়েছে NHRC।

বাস্তার এলাকার মূলত ৫টি গ্রামে-  পেগডাপল্লি, চিন্নাগেলুর, পেড্ডাগেলুর, গুন্ডাম ও বুরগিচেরুতে পুলিস লুঠপাট চালায় ও মহিলাদের উপর যথেচ্ছ নির্যাতন চালায় বলে অভিযোগ। অবিলম্বে এই ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করার নির্দেশ দিয়েছে NHRC।

আরও পড়ুন, বিহারে কি ফের জঙ্গলরাজ? বন্দুকবাজের গুলিতে খুন JD(U) নেতা

.