দলগুলির আপত্তিতে শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাব পাস করানো যাবে না: চিদাম্বরম

অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি থাকায় সংসদে শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাব পাস করানো যাবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আজ এই কথা জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিএমকে সমর্থন প্রত্যাহারের পরেও, তাদের দাবি মেনে সংসদে শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাব পাসে উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার।

Updated By: Mar 21, 2013, 10:06 AM IST

অধিকাংশ রাজনৈতিক দলের আপত্তি থাকায় সংসদে শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাব পাস করানো যাবে না। কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরম আজ এই কথা জানিয়েছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী জানিয়েছেন, ডিএমকে সমর্থন প্রত্যাহারের পরেও, তাদের দাবি মেনে সংসদে শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাব পাসে উদ্যোগী হয়েছিল কেন্দ্রীয় সরকার।
কিন্তু, সর্বদল বৈঠকে অধিকাংশ রাজনৈতিক দলই এর বিরোধিতা করে। সেক্ষেত্রে অন্যান্য রাজনৈতিক দলের মতামতকে গুরুত্ব দিচ্ছে কেন্দ্রীয় সরকার। তবে, জেনিভায় রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে, শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাবে ভারত সংশোধনী দেবে বলে জানিয়েছেন চিদম্বরম।  
শ্রীলঙ্কা ইস্যুতে ঐকমত্য হল না সর্বদল বৈঠকে। ডিএমকের দাবিমতো সংসদে শ্রীলঙ্কা বিরোধী প্রস্তাব পাস করানো নিয়ে অভূতপূর্ব সঙ্কটে কেন্দ্রীয় সরকার। বৃহস্পতিবারই রাষ্ট্রসংঘের মানবাধিকার পরিষদে শ্রীলঙ্কার বিরুদ্ধে আমেরিকার আনা প্রস্তাব নিয়ে ভোটাভুটি হওয়ার কথা।
ডিএমকের দাবি, তার আগে ওই প্রস্তাবের সংশোধনী সংসদে পাস করিয়ে নিতে হবে কেন্দ্রীয় সরকারকে। যদিও সংশোধনী নিয়ে কেন্দ্রীয় সরকারের মধ্যেই মতানৈক্য রয়েছে। এ বিষয়ে ঐকমত্যে পৌঁছতে বুধবার বৈঠকে বসেন কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্যরা। তারপর সর্বদল বৈঠকও ডাকা হয়। কিন্তু কোনও বৈঠকেই ঐকমত্য হয়নি।  

.