বাংলায় ভোট পরবর্তী হিংসার রিপোর্ট জমা পড়ল স্বরাষ্ট্র মন্ত্রকে, এনআইএ তদন্তের সুপারিশ!
মোট ১৫০০০ হামলার ঘটনা ঘটেছে। ৭ হাজার মহিলা নির্যাতিত হয়েছেন
নিজস্ব প্রতিবেদন: বাংলায় ভোট পরবর্তী হিংসা সংক্রান্ত একটি রিপোর্ট জমা পড়ল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকে। সেই রিপোর্টে বলা হয়েছে, ভোটের পর বাংলায় হিংসা হয়েছে পরিকল্পনামাফিক। এর সঙ্গে জড়িত ছিল মাফিয়ারা।
আরও পড়ুন-বাড়িতে প্রবল মারধরের অভিযোগ, ছেলের হাতে 'খুন' রায়গঞ্জের বিশিষ্ট ক্রীড়াবিদ
দিল্লির একটি সংগঠন 'কল ফর জাস্টিস' একটি ফ্যাক্ট ফাইন্ডিং রিপোর্ট জমা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী জি কিষাণ রেড্ডির কাছে। এনিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, ওই রিপোর্টে বলা হয়েছে ভোট পরবর্তীতে বাংলায় নিহত হয়েছেন ২৫ জন। মোট ১৫০০০ হামলার ঘটনা ঘটেছে। ৭ হাজার মহিলা নির্যাতিত হয়েছেন। রাজ্যের ১৬টি জেলার ওই হিংসার ঘটনা ঘটেছে। নির্যাতিতরা অনেকে বাইরের রাজ্যেও আশ্রয় নিতে বাধ্য হয়েছেন।
উল্লেখ্য, ওই ফ্যাক্ট ফাইন্ডিং কিমিটিতে ছিলেন সিকিম হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি প্রমোদ কোহলি, কেরলের প্রাক্তন মুখ্য সচিব আনন্দ বসু, ঝাড়খণ্ডের প্রাক্তন ডিজি নির্মল কৌর, ICSI এর প্রাক্তন প্রধান নিসার আহমেদ, কর্ণাটকের প্রাক্তন অতিরিক্ত মুখ্যসচিব এম মদনগোপাল।
আরও পড়ুন-UPSC-র নামেও ভুয়ো ইমেল আইডি! দেবাঞ্জনের নয়া কীর্তি ফাঁস জি ২৪ ঘণ্টায়
জি কিষান রেড্ডি বলেন, ওই ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির দাবি, কল্যাণীর একটি হাসপাতালে তারা গিয়ে হিংসায় আক্রান্তদের সঙ্গে দেখা করেন। যে ব্যক্তি ওইসব আহত ব্যক্তিদের ঘরে কমিটির সদস্যদের নিয়ে গিয়েছিলেন তার ঘর পুড়িয়ে দেওয়া হয়। মাফিয়া, সমাজবিরোধীরা মিলে হিংসা করেছে। যারা আক্রান্ত তাদের কাছ থেকে টাকা নেওয়া হচ্ছে। ওই রিপোর্টে খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন-পাণ্ডবেশ্বর কেন্দ্রে হার, হাইকোর্টে বিজেপি প্রার্থী Jitendra Tewari
ওই রিপোর্টে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে। সেটি হল, ভোটের সময় অনুপ্রবেশের ঘটনা ঘটেছে। সেইসব বহিরাগতরাই এলাকার দুষ্কৃতীদের সঙ্গে নিয়ে হামলা চালিয়েছে। ফলে এনিয়ে এনআইএ-র(NIA) তদন্ত হওয়া উচিত। পাশাপাশি এনিয়ে একটি স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করা উচিত। রাজ্যের হিংসা নিয়ে বাংলার মুখ্য সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়ের কাছে এর ব্যাখ্যা চাওয়া হয়েছিল। কিন্তু তিনি কমিটিকে রাজ্যের স্বারাষ্ট্র সচিবের সঙ্গে যোগাযোগ করতে বলেন। তাঁকেও মেল করা হয়। কিন্তু কোনও উত্তর মেলেনি।
(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)