অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা ও আইন বিশেষজ্ঞদের পরামর্শ চান রাষ্ট্রপতি

অর্ডিন্যান্সে সই করার আগে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চাইলেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশজুড়ে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিতে রাজি হয়েছে কেন্দ্র। কিন্তু এই বছর নয়, এই ব্যবস্থা কার্যকর হবে আগামী শিক্ষাবর্ষ থেকে।

Updated By: May 22, 2016, 01:59 PM IST
অর্ডিন্যান্স নিয়ে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা ও আইন বিশেষজ্ঞদের পরামর্শ চান রাষ্ট্রপতি

ওয়েব ডেস্ক: অর্ডিন্যান্সে সই করার আগে কেন্দ্রীয় সরকারের ব্যাখ্যা চাইলেন রাষ্ট্রপতি। সুপ্রিম কোর্টের নির্দেশে দেশজুড়ে মেডিক্যালে অভিন্ন প্রবেশিকা পরীক্ষা নিতে রাজি হয়েছে কেন্দ্র। কিন্তু এই বছর নয়, এই ব্যবস্থা কার্যকর হবে আগামী শিক্ষাবর্ষ থেকে।

এক বছরের জন্য পুরনো ব্যবস্থা কার্যকর রাখতে আনা হচ্ছে অর্ডিন্যান্স। এই নিয়েই কেন্দ্রের জবাবদিহি চাইল রাইসিনা হিলস। রাষ্ট্রপতি জানতে চেয়েছেন, সুপ্রিম কোর্টের নির্দেশিকা কার্যকর করতে দেরির কারণ কী? কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী JP নাড্ডাকে সশরীরে হাজির হয়ে কারণ ব্যাখ্যা করতে বলেছেন প্রণব মুখোপাধ্যায়। শুধু তাই নয়, অর্ডিন্যান্স নিয়ে আইন বিশেষজ্ঞদের পরামর্শও নিচ্ছেন তিনি।

.