আট মাসে আট বার বাড়ল পেট্রল, ডিজেলের দাম, সরকারের ভূমিকায় তিতিবিরক্ত আমআদমি

তিনমাসে ছ বার দাম বেড়েছে। আট মাসে দাম বেড়েছে আটবার। পেট্রোল, ডিজেলে যেন আগুন লেগেছে। সখে যাঁরা গাড়ি কিনেছেন তাঁদের পেট্রোল, ডিজেলের খরচ জোগাতেই প্রাণ ওষ্ঠাগত। আর গাড়ি চালিয়ে যাঁদের রুটি রুজি, তাঁরা বলছেন দেশে সরকার আছে বলে তো মনে হচ্ছে না। এরপর ব্যবসাটাই না বন্ধ করে দিতে হয়।

Updated By: Sep 1, 2013, 07:56 PM IST

তিনমাসে ছ বার দাম বেড়েছে। আট মাসে দাম বেড়েছে আটবার। পেট্রোল, ডিজেলে যেন আগুন লেগেছে। সখে যাঁরা গাড়ি কিনেছেন তাঁদের পেট্রোল, ডিজেলের খরচ জোগাতেই প্রাণ ওষ্ঠাগত। আর গাড়ি চালিয়ে যাঁদের রুটি রুজি, তাঁরা বলছেন দেশে সরকার আছে বলে তো মনে হচ্ছে না। এরপর ব্যবসাটাই না বন্ধ করে দিতে হয়।
 
কলকাতায় প্রতি লিটার পেট্রোলের নতুন দাম ৮১ টাকা ৫৭ পয়সা। আর ডিজেলের দাম বেড়ে হয়েছে ৫৬ টাকা ৩৩ পয়সা লিটার । ডিজেলের দাম লিটারে মাত্র ৫৫ পয়সা বাড়লেও গাড়ির চালকরা বলছেন, মাসে এরজন্য তাঁদের অতিরিক্ত খরচ হবে প্রায় ১২০০ টাকা।
লাফিয়ে লাফিয়ে জ্বালানির দাম বাড়ায় চিন্তা বেড়েছে গাড়ি মালিকদের। চিন্তা কীভাবে শোধ হবে ব্যাঙ্ক ঋণ।
কপালে চিন্তার ভাঁজ মধ্যবিত্তেরও।
 তেল কোম্পানিগুলির যুক্তি, আন্তর্জাতিক বাজারে টাকার দাম অস্বাভাবিক  কমে যাওয়ায় পেট্রোপণ্যের দাম বাড়ানো ছাড়া উপায় নেই। সাধারণ মানুষের যুক্তি, তেল কোম্পানি লাভের মুখ দেখছে ঠিকই কিন্তু  তাঁদের নাভিশ্বাস উঠছে। সরকারের ভূমিকায় তিতিবিরক্ত আমজনতা.
 

.