মালিন গ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৫১, বৃষ্টির জেরে ব্যাহত উদ্ধারকাজ

Updated By: Aug 1, 2014, 05:25 PM IST
মালিন গ্রামে মৃতের সংখ্যা বেড়ে ৫১, বৃষ্টির জেরে ব্যাহত উদ্ধারকাজ

পুনের মালিন গ্রামে ধসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৫১। শুক্রবার সকালে আরও ১০টি মৃতদেহ উদ্ধার করা হয়েছ। আহত ৮ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। ভারী বৃষ্টিপাত ও দমকা হাওয়ার জেরে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ।

এখনও পর্যন্ত মৃতদের মধ্যে ২২ জন মহিলা, ২৩ জন পুরুষ ও ৬ জন শিশু রয়েছে। ধসের ফলে ভারতের মানচিত্র থেকে প্রায় মুছে গিয়েছে মালিন গ্রাম। প্রায় ৪৪টি বাড়ি ধ্বংস হয়ে গিয়ে বিপর্যয়ের মুখে পড়েছেন ১৬০ জন মানুষ। বৃহস্পতিবার নিহতদের শেষকৃত্যে জ্বলে ওঠে গনচিতা। জানা যাচ্ছে দুর্ঘটনার সময় গ্রামের মন্দির চত্বরে ঘুমোচ্ছিলেন প্রায় ২ ডজন মানুষ যারা সকলেই নদীর টানে ভেসে গিয়েছেন। তাদের খোজে নদীবক্ষে চিরুনি তল্লাসি চালাচ্ছে ন্যাশনাল ডিসাস্টার রেসপন্সের একটি দল। ধ্বংসস্তূপের মধ্যে এখনও ১৩০ জনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রী রাজনাথ সিং ও কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শরদ পাওয়ার বৃহস্পতিবার ঘটনাস্থলে পরিদর্শনে যান। শুক্রবার জেলা আধিকারিকদের সঙ্গে আলোচনায় বসার কথা মহারাষ্ট্রের ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রী পতঙ্গরাও কদমের।

 

 

.