Meghalaya: ভূমিকম্প! কেঁপে উঠল ভারত বাংলাদেশ ভুটানের মাটি...

Earthquakes in Meghalaya: ঘণ্টাখানেক আগে অনুভূত হল এক ভূমিকম্প। কেঁপে উঠল ভারত বাংলাদেশ ভুটানের মাটি। মেঘালয়ের টুরা অঞ্চলে এই ভূমিকম্পটি হয়েছে।

Updated By: Aug 13, 2023, 03:46 PM IST
Meghalaya: ভূমিকম্প! কেঁপে উঠল ভারত বাংলাদেশ ভুটানের মাটি...

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মাত্র ঘণ্টাখানেক আগে অনুভূত হল এক ভূমিকম্প। কেঁপে উঠল ভারত বাংলাদেশ ভুটানের মাটি। মেঘালয়ের টুরা অঞ্চলে এই ভূমিকম্পটি হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৩.৭।  ভূমিকম্পের উৎসস্থল মেঘালয় থেকে ১৯ কিলোমিটার দূরে।

আরও পড়ুন: Uttar Pradesh News: বান্ধবীদের ব্যক্তিগত ছবি বয়ফ্রেন্ডের মোবাইলে পাঠিয়ে দিল ফাস্ট ইয়ারের পড়ুয়া, তারপর...

২০২৩ সালের শুরু থেকেই লেগেই আছে পরের পর ভূমিকম্প। ১২ ফেব্রুয়ারিতে সিকিমে ৪.০ মাত্রার ভূমিকম্প হয়েছিল। সিকিমের মাংগান অঞ্চলে এই কম্পন অনুভূত হয়েছিল। এর চারদিন পরে ১৬ ফেব্রুয়ারিতে বাংলাদেশের সিলেটেও মাঝারি মাত্রার ভূমিকম্প হয়েছিল। ২২ ফেব্রুয়ারিতে হয়েছিল নেপালে। মাত্র দুদিন পরে পাকিস্তানে। মার্চের প্রথমেই আবার নেপালে। পরদিনই ভারতের অরুণাচল প্রদেশে ৪.১ মাত্রার এক মাঝারি মানের ভূকম্প হয়। মার্চের ৭ তারিখে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ৪.৯ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। এর পরদিন পাকিস্তানের গিলগিট-বাল্টিস্তানে ৪.০ মাত্রার ভূকম্প হয়। মার্চের ১২ তারিখে মণিপুরে ৪.৮ মাত্রার এক ভূমিকম্প অনুভূত হয়। মার্চের ২১ তারিখে আফগানিস্তানে ৬.৮ মাত্রার বড় ধরনের ভূমিকম্প হয়। 

আরও পড়ুন: BJP Leader Sana Khan: খুনই করা হয় বিজেপি নেত্রী সানাকে! নিখোঁজ হওয়ার ১০ দিন পর গ্রেফতার স্বামী

আজকের ভূমিকম্পের জেরে সন্নিহিত অঞ্চলে ক্ষয়ক্ষতি কতটা হয়েছে বা আদৌ কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা এখনও জানা যায়নি।   

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.