আজই গ্রেফতার হতে পারেন রাধে মা
সম্ভবত আজ গ্রেফতার করা হতে পারে স্বঘোষিত গডওম্যান রাধে মাকে। বৃহস্পতিবার তার অন্তর্বর্তী জামিনের আবেদন খারিজ করে দিয়েছে মুম্বইয়ের এক আদালত। পণ দিতে বাধ্য করার মামলায় আজ তাকে জিজ্ঞাসাবাদ করছে কান্দিভ্যালি থানার পুলিস।
গত সপ্তাহে রাধে মায়ের বিরুদ্ধে তাকে পণ দিতে বাধ্য করার অভিযোগ আনেন ৩২ বছরের এক মহিলা। তার বক্তব্য ছিল, তার স্বামী এবং শ্বশুরবাড়ির লোকজন রাধে মায়ের প্ররোচণায় তার পরিবারকে পণ দিতে বাধ্য করে। যদিও, সেই অভিযোগ উড়িয়ে দিয়েছেন রাধে মা। এছাড়াও গুজরাতে ৭ জনকে আত্মহত্যা করতে বাধ্য করার অভিযোগও রয়েছে তার ওপর।
স্কুলের উঁচু ক্লাসে পড়াশোনা ছেড়ে দেন রাধে মা। ১৮ বছর বয়সে বিয়ে হয় হোশিয়াপুরের ব্যবসায়ী মোহন সিংয়ের সঙ্গে। ৩টি সন্তানও রয়েছে তাদের। ২৩ বছর বয়সে হোশিয়াপুরের পরমহংস বাগ ডেরায় মহন্ত রামদিন দাস তাকে সাধ্বী আখ্যা দেন। গত করেক বছর ধরে বেরিভেলিতেই থাকতেন রাধে মা। তাকে একটি বাড়িও দিয়েছেন এক ভক্ত।