রাফাল সংক্রান্ত ফাইল পর্রীকরের বেডরুমে! বিস্ফোরক অডিয়ো বার্তা প্রকাশ্যে আনল কংগ্রেস
বেশ কিছু দিন ধরে অগ্ন্যাশয়ে সংক্রমণে ভুগছেন গোয়ার মুখ্যমন্ত্রী। বিদেশে চিকিত্সা করানোর পর দিল্লির এইমস-ও বেশ কিছুদিন তাঁর চিকিত্সা চলে
নিজস্ব প্রতিবেদন: রাফাল নিয়ে কংগ্রেসের নয়া বিস্ফোরণ। সুপ্রিম কোর্টে ‘ক্লিনচিট’ পেয়েও বিতর্ক পিছু ছাড়ছে মোদী সরকারের। এক নয়া অডিয়ো বার্তা (যেটি জি় ২৪ ঘণ্টার পক্ষে খতিয়ে দেখা সম্ভব হয়নি) প্রকাশ্যে নিয়ে এসে কংগ্রেস অভিযোগ করে, রাফাল সংক্রান্ত নথি রয়েছে প্রাক্তন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী তথা গোয়ার মুখ্যমন্ত্রী মনোহর পর্রীকরের ‘বেডরুমে’। কংগ্রেসের এই দাবি প্রকাশ্যে আসার পরই নয়া বছরে রাফাল বিতর্ক অন্য মোড় নিল।
আরও পড়ুন- বাকি আর ১০০ দিন, বিদায়ের জন্য তৈরি হোন, মোদীকে পালটা কংগ্রেস
সংসদের আলোচনা শুরুর আগে আজ কংগ্রেসের নেতা রণদীপ সুরজেওয়ালা এক অডিয়ো বার্তা শুনিয়ে দাবি করেন, গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত্ রানে ফোনে এক মন্ত্রীর উদ্দেশে বলতে শোনা গিয়েছে, মুখ্যমন্ত্রী বলেছেন রাফাল সংক্রান্ত নথি তাঁর বেডরুমে রয়েছে। স্বাস্থ্যমন্ত্রীর এমন মন্তব্য শুনে চমকে ওঠেন ফোনের ও প্রান্তে থাকা মন্ত্রী। তাঁর বিস্ময় উক্তি, “বলছেন কী!” এর পর এই তথ্যের সত্য যাচাই করতে বিশ্বজিত্ রানে ভার দেন ওই মন্ত্রীকে। যদিও গোয়ার স্বাস্থ্যমন্ত্রী বিশ্বজিত রানে দাবি করেন, এটি ভুয়ো অডিয়ো। রাফাল সংক্রান্ত বিষয়ে এমন কোনও দাবি করেননি গোয়ার মুখ্যমন্ত্রী।
আরও পড়ুন- সবরীমালায় ইতিহাস, সব বাধা অগ্রাহ্য করে মন্দিরে প্রবেশ করলেন দুই মহিলা!
তবে, কংগ্রেস নেতা সুরজেওয়ালা অভিযোগ করেন, কেন গোয়ার মুখ্যমন্ত্রীর বেডরুমে রাফাল সংক্রান্ত ফাইল লুকিয়ে রাখা হয়েছে, তা জানাতে হবে কেন্দ্রকে। রাফাল সংক্রান্ত ফাইল মনোহর পর্রীকরের কাছে থাকায় তাঁকে মুখ্যমন্ত্রীর পদ থেকে সরানো হচ্ছে বলে কংগ্রেস অভিযোগ করে।
#WATCH Randeep Surjewala, Congress releases audio clip of Goa Health Minister Vishwajit Pratapsingh Rane claiming Chief Minister Manohar Parrikar has "All the files related to #RafaleDeal in his bedroom" pic.twitter.com/M8VZbfPnxJ
— ANI (@ANI) January 2, 2019
উল্লেখ্য, বেশ কিছু দিন ধরে অগ্ন্যাশয়ে সংক্রমণে ভুগছেন গোয়ার মুখ্যমন্ত্রী। বিদেশে চিকিত্সা করানোর পর দিল্লির এইমস-ও বেশ কিছুদিন তাঁর চিকিত্সা চলে। মুখ্যমন্ত্রী পদে পর্রীকর দীর্ঘদিন অনুপস্থিত থাকায় রাজনৈতিক অস্থরিতা তৈরি হয় গোয়ায়। মুখ্যমন্ত্রীর পদত্যাগ এবং নয়া সরকারের দাবি জানায় কংগ্রেস। তবে, অমিত শাহের হস্তক্ষেপে পর্রীকরকেই মুখ্যমন্ত্রী পদে রেখে দেওয়া হয়। যার জেরে তুমুল বিতর্কের মুখে পড়ে বিজেপি। সম্প্রতি নাকে ফিডিং পাইপ লাগিয়ে কাজ করতে দেখা গিয়েছে গোয়ার মুখ্যমন্ত্রীকে। এত অসুস্থতা থাকা সত্ত্বেও কেন মুখ্যমন্ত্রীকে অব্যাহতি দেওয়া হচ্ছে না, প্রশ্ন তোলেন বিরোধীরা।
আরও পড়ুন -মিথ্যে তথ্যের ভিত্তিতে রাফাল রায়! পুনর্বিবেচনার জন্য ফের সুপ্রিম কোর্টে যশবন্ত-অরুণ শৌরিরা
আজ অরুণ শৌরিরা আদালতে যে আবেদন দাখিল করেন, তাতে সুপ্রিম কোর্টের রায়ের পুনর্বিবেচনার দাবি জানানো হয়েছে। ওই আবেদনে অভিযোগ করা হয়েছে, মুখবন্ধ খামে কেন্দ্রের পেশ করা তথ্যে অনেক ত্রুটি ছিল। ‘মিথ্যে তথ্যের’ উপর নির্ভর করেই সুপ্রিম কোর্টের রায় এসেছে। কেন্দ্রের এই পদক্ষেপে সুপ্রিম কোর্টের অবমাননা হয়েছে বলে উল্লেখ করা হয়। সর্বসমক্ষে রাফালের বিচার প্রক্রিয়ার আবেদন জানান অরুণ শৌরিরা।