মোদী চায়ের হিসেব রাহুল দুধে মেটাতে চায় কংগ্রেস

মোদীর চায়ের জবাব দিতে দুধ নিয়ে এল কংগ্রেস। বিজেপির নমো চায়ে-র জবাব এখন কংগ্রেসের রাগা দুধ। গত সপ্তাহেই দেশের এক হাজারটা জায়গায় চায়ে চৌপায়ের আয়োজন করেছিল বিজেপি। আর সোমবারই গোরখপুরের গোলঘরে পথচলতি মানুষদের ফ্রিতে দুধ বিলি করল কংগ্রেস। কাগজের কাপে আঁকা ছিল রাহুল গান্ধীর মুখ।

Updated By: Feb 21, 2014, 11:40 AM IST

মোদীর চায়ের জবাব দিতে দুধ নিয়ে এল কংগ্রেস। বিজেপির নমো চায়ে-র জবাব এখন কংগ্রেসের রাগা দুধ। গত সপ্তাহেই দেশের এক হাজারটা জায়গায় চায়ে চৌপায়ের আয়োজন করেছিল বিজেপি। আর সোমবারই গোরখপুরের গোলঘরে পথচলতি মানুষদের ফ্রিতে দুধ বিলি করল কংগ্রেস। কাগজের কাপে আঁকা ছিল রাহুল গান্ধীর মুখ।

গত মাস থেকেই বিভিন্ন জায়গায় রাজনৈতিক মিছিলে প্রচার চালাচ্ছেন নরেন্দ্র মোদী, সমাজবাদী পার্টি সুপ্রিমো মুলায়ম সিং যাদব। সোমবার গোরখপুরের কংগ্রেস প্রেসিডেন্ট সইদ জামাল জানান লোকসভা ভোটে মোদীকে রুখতে সবরকম ভাবে প্রচার চালাবে কংগ্রেস। ""আপাতত গোরখপুরে শহরে বিলি করা হবে রাহুল দুধ। তবে কিছুদিনের মধ্যেই এই ব্যাপারে ব্লকনেতাদের সঙ্গে আলোচনা করে প্রতিদিন প্রতি ব্লকে অন্তত ৫০ লিটার করে রাহল দুধ বিলি করা হবে।``জানালেন জামাল।

মোদী চায়ের প্রেক্ষিতে কংগ্রেসের স্পষ্ট বক্তব্য, চা যেমন শরীরের পক্ষে ক্ষতিকর, মোদীও তেমনই দেশের পক্ষে ক্ষতিকর। রাহুল দুধের ব্যাপারে এখনই কংগ্রেসের প্রথম শ্রেনীর নেতারা মুখ খুলতে না চাইলেও উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অনেকেই। রাগা দুধে কেমন সাড়া মেলে তা দেখে নিয়ে সারা উত্তরপ্রদেশে দুধ বিলির ব্যাপারে সিদ্ধান্ত নেবে কংগ্রেস।

অন্যদিকে নিজেদের দেশ বাচা, দেশ বানাও প্রচার নিয়ে ময়দানে নেমে পড়েছে সমাজবাদী পার্টিও। গোরখপুরের বিভিন্ন জায়গায় চায়ের স্টল দিলেও তারা কোনওভাবেই মোদীকে নকল করছেন না বলে স্পষ্ট করে দিয়েছেন সপা নেতা রাজেন্দ্র চৌধুরি। যদিও কংগ্রেস ও সপার এই প্রচারকে "কপিক্যাট` আখ্যা দিয়েছেন বিজেপির মুখপাত্র বিজেন্দ্র বাহাদুর পাঠক। বলেন, ""আমাদের কাছে চায়ের আসর মানে মানুষের কাছে পৌছনো। কিন্তু ওদের কাছে পুরোটাই পলিটিক্যাল গিমিক। ``

.