Rahul Gandhi on Mamata Banerjee: বিজেপি-মোদীকেই পরোক্ষ সমর্থন করে তৃণমূল, শিলংয়ে রাহুলের নিশানায় মমতা
মেঘালয়ে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন রাহুল। কংগ্রেস সাংসদ বলেন, “আপনারা তৃণমূলের ইতিহাসও জানেন। বাংলায় হওয়া সহিংসতার ঘটনার কথাও আপনারা জানেন। আপনি তাদের ঐতিহ্য সম্পর্কে আপনারা অবগত। কংগ্রেস সভাপতি বলেছেন,'তৃণমূল কংগ্রেস পরোক্ষেভাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করে।'
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ২৭ ফেব্রুয়ারি ভোটগ্রহণ হবে মেঘালয়ে (Meghalaya)। শেষ মুহূর্তের প্রচারে ব্যস্ত সব রাজনৈতিক দল। গতকাল মেঘালয়ে জড় জনসভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এদিকে আজ মেঘালয়ের গাড়োতে জনসভা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)। অন্যদিকে, নির্বাচনের প্রচারে গিয়ে রাহুল গান্ধী (Rahul Gandhi) সরাসরি তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করলেন রাহুল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এবার কটাক্ষ করে কংগ্রেস সভাপতি বলেছেন,'তৃণমূল কংগ্রেস পরোক্ষেভাবে নরেন্দ্র মোদীকে সমর্থন করে।'
আরও পড়ুন, Iphone murder: আইফোন দিতে আসা ডেলিভারি বয়কে খুন! নিহত কর্মীর পরিবারের পাশে দাঁড়াল অনলাইন সংস্থা
এদিন ভোটমুখী মেঘালয়ে সাংবাদিক সম্মেলন করে তৃণমূল শাসিত পশ্চিমবঙ্গে যে হিংসা, ব্যাপক দুর্নীতি ও কেলেঙ্কারির ঘটনা প্রকাশ্যে এসেছে, তার কথা দেশবাসীকে মনে করিয়ে দিয়েছেন কংগ্রেস সাংসদ। তিনি দাবি করেন, বিজেপি-র জয় নিশ্চিত করতেই মেঘালয়ে এসেছে তৃণমূল৷ এদিন মমতা বলেন, মেঘালয়ের মানুষের জন্য মেঘালয়। বাইরের লোকজন এসে শাসন করবে, আপনাদের উপরে কখনও এনআরসি চাপিয়ে দেবে, কখনও সিএএ চাপিয়ে দেবে, কখনও গুলি চালিয়ে দেবে এটা সহ্য় করবেন না। বিজেপি বা কংগ্রেস, কেউই মেঘালয়ের মানুষের বন্ধু না৷ এমন কি, সিপিএমের বিরুদ্ধে আন্দোলনের জন্য কংগ্রেস তাঁকে বহিষ্কার করেছিল, সেকথাও মনে করিয়ে দেন তৃণমূলনেত্রী৷
Rahul Gandhi in Shillong , Meghalaya exposes the hypocrisy
of the TMC . pic.twitter.com/vMEXbCmZC3— Ravinder Kapur (@RavinderKapur2) February 22, 2023
তারপরেই মেঘালয়ে বক্তৃতা দিতে গিয়ে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেন রাহুল। কংগ্রেস সাংসদ বলেন, “আপনারা তৃণমূলের ইতিহাসও জানেন। বাংলায় হওয়া সহিংসতার ঘটনার কথাও আপনারা জানেন। আপনি তাদের ঐতিহ্য সম্পর্কে আপনারা অবগত। তারা গোয়ায় এসেছিল এবং বিপুল পরিমাণ টাকা খরচ করেছিল। কারণ তাদের উদ্দেশ্য ছিল বিজেপিকে সাহায্য করা। আর মেঘালয়ে তৃণমূলের ভাবনা বিজেপি যাতে ক্ষমতায় আসে তা নিশ্চিত করা।”
প্রসঙ্গত, বুধবার মেঘালয়ের অন্য একটি নির্বাচনী জনসভায় বাংলার মুখ্যমন্ত্রী মূলত পশ্চিমবঙ্গের পরিষেবামূলক প্রকল্পগুলির কথা তুলে ধরে প্রশ্ন করেন, বাংলায় যদি সবুজ সাথী, কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষীর ভাণ্ডার ইত্যাদি চালু হতে পারে তাহলে মেঘালয়ে হবে না কেন? মমতা বলেন, 'সবসময় মনে রাখবেন একটা বন্ধু রাখতে হয়। দিল্লির বিজেপি আপনাদের বন্ধু হবে না। দিল্লির কংগ্রেসও বন্ধু হবে না। তৃণমূলই তা পারবে। সব দল একবার। তৃণমূল বারবার।'