বিমান বিপর্যয় থেকে রক্ষা পেয়ে কৈলাস মানসরোবরে তীর্থযাত্রায় রাহুল

বিমান বিপর্যয়ের পর প্রথম মুখ খুললেন রাহুল গান্ধী। 

Updated By: Apr 29, 2018, 02:56 PM IST
বিমান বিপর্যয় থেকে রক্ষা পেয়ে কৈলাস মানসরোবরে তীর্থযাত্রায় রাহুল

নিজস্ব প্রতিবেদন: মাঝআকাশে উড়ান বিপর্যয় নিয়ে প্রথমবার মুখ খুললেন রাহুল গান্ধী। বললেন, ''মনে হয়েছিল, সব কিছু শেষ হয়ে যাবে।'' একইসঙ্গে জানিয়েদিলেন, সেই সময়েই কৈলাস মানসরোবরে যাওয়ার কথাও মাথায় এসেছিল তাঁর। কর্ণাটক নির্বাচন মেটার পর কৈলাসে যাবেন বলে জানিয়েছেন রাহুল। সেজন্য আগেভাগে নেতা-কর্মীদের কাছ থেকে ছুটিও চেয়ে নেন তিনি। 

বৃহস্পতিবার সকাল ৯.২০ মিনিট নাগাদ নয়া দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ড্যাসল্ট ফ্যালকন ২০০০ চার্টার্ড  (ভিটি-এভিএইচ) উড়ানে ওঠেন রাহুল গান্ধী। ১০.২০ মিনিটে বিমানটি মাঝ আকাশে ভারসাম্য হারায়। আবহাওয়ায় খারাপ ছিল না অথচ উড়ানে এমন বিপর্যয়ের পর ষড়যন্ত্রের অভিযোগ করে কংগ্রেস। যদিও ডিজিসিএ জানায়, 'অটোপাইলট মোডে এই ধরনের ঘটনা স্বাভাবিক।' পরে রাহুল গান্ধীকে ফোন করে খবর নেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 

রবিবার রামলীলা ময়দানে বিমান বিপর্যয়ের কথা টেনে রাহুল বলেন,''এল লাফে ৮ হাজার ফুট নীচে নেমে গিয়েছিল উড়ান। ভেবেছিলাম, সব শেষ। তখনই কৈলাস মানসরোবর যাওয়ার কথা মাথায় আসে। কর্ণাটক নির্বাচনের পর আপনাদের কাছ থেকে ১০-১৫ দিনের ছুটি নেব আমরা।''   

গুজরাটে নির্বাচনী প্রচারে রাহুল গান্ধী দাবি করেছিলেন, তিনি শিবভক্ত। সোমনাথ মন্দিরে পুজো দিতে গিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। সেখানে রাহুলকে অহিন্দু বলে উল্লেখ করেছিলেন তাঁর সঙ্গী কংগ্রেস নেতা। তারপরেই কংগ্রেসের মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা বলেন, ''রাহুল গান্ধী পৈতেধারী হিন্দু।'' 

আরও পড়ুন- এবার থেকে সব নির্বাচন জিতবে কংগ্রেস, হুঙ্কার রাহুলের

.