Rahul Gandhi wins Rae Bareli: মাকে 'হারিয়ে' রায়বরেলিতে রেকর্ড ৪ লাখ ভোটে জয়ী রাহুল!

Loksabha Election Result 2024: ২০১৯ লোকসভা ভোটে রায়বরেলি আসন থেকে ১ লাখ ৬৭ হাজার ভোটে জেতেন সোনিয়া গান্ধী। রায়বরেলিতে রাহুলের প্রচারে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন বোন প্রিয়ঙ্কা।

Updated By: Jun 6, 2024, 04:09 PM IST
Rahul Gandhi wins Rae Bareli: মাকে 'হারিয়ে' রায়বরেলিতে রেকর্ড ৪ লাখ ভোটে জয়ী রাহুল!

Loksabha Election Result 2024: রায়বরেলিতে রেকর্ড ৪ লাখ ৪২ হাজারের বেশি ভোটে জয়ী রাহুল গান্ধী। টপকে গেলেন ২০১৯-এ রায়বরেলিতে মা সোনিয়া গান্ধীর জয়ের মার্জিনও। বিজেপির দীনেশ প্রতাপ সিংকে হারিয়ে জয়ী হলেন রাহুল। উত্তর প্রদেশের যোগী আদিত্যনাথের মন্ত্রিসভার সদস্য দীনেশ প্রতাপ সিং। রায়বরেলির পাশাপাশি কেরলের ওয়ানাড় আসনটিও ৩ লাখ ৬৪ হাজার ভোটে জিতে নিয়েছেন রাহুল। ফলে একদা 'পাপ্পু' বলে কটাক্ষের শিকার হওয়া রাহুলের মুকুটে এখন জয়ীর জোড়া পালক।

প্রসঙ্গত, ২০০৪ সাল থেকে রায়বরেলি আসনে একচ্ছত্রভাবে জেতেন সোনিয়া গান্ধী। ২০১৯ লোকসভা ভোটে রায়বরেলি আসন থেকে ১ লাখ ৬৭ হাজার ভোটে জেতেন সোনিয়া গান্ধী। তবে রাজ্যসভায় যাওয়ার জন্য ২০২৪ লোকসভা ভোটে আর প্রার্থী হননি সোনিয়া। বদলে ২০২৪ লোকসভা ভোটে মায়ের আসনে প্রার্থী হন রাহুল। আর রায়বরেলিতে রাহুল প্রার্থী হয়েই বাজিমাত করলেন! তৈরি করলেন রেকর্ড! রায়বরেলিতে রাহুলের প্রচারে দায়িত্ব নিজের ঘাড়ে তুলে নিয়েছিলেন বোন প্রিয়ঙ্কা। একেবারে ঘাঁটি গেড়ে রাহুলের হয়ে লাগাতার প্রচার, সভা করতে থাকেন তিনি। যার ফল আজ রেজাল্ট বেরতেই জলের মতো পরিষ্কার।

উল্লেখ্য, ২০০৪ থেকে ২০১৯ পর্যন্ত অমেঠি লোকসভা আসন থেকে লড়েন রাহুল। কিন্তু ২০১৯ লোকসভা ভোটে অমেঠিতে হেরে যান রাহুল। অমেঠিতে রাহুলকে হারিয়ে জেতেন বিজেপির স্মৃতি ইরানি। ওদিকে কেরলের ওয়ানাড় আসন থেকে জিতে নিজের সাংসদ পদ ধরে রাখেন রাহুল। তবে এবার অমেঠিতে বেকায়দায় স্মৃতি। পরাজিত হয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি। অমেঠি ফের কংগ্রেসের দখলে। অমেঠিতে জিতেছেন কংগ্রেসের কে এল শর্মা। 

এখনও পর্যন্ত গণনার ট্রেন্ড বলছে ৫৪৩ লোকসভা আসনের মধ্যে ২৯৪টিতে এগিয়ে এনডিএ। আর ইন্ডিয়া জোট এগিয়ে ২৩৩ আসনে। একক সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে বিজেপি যে সরকার গড়তে পারছে না, তা একরকম নিশ্চিত। ওদিকে ১০ বছর বাদে লোকসভায় কংগ্রেস আবার ১০০ আসনের দোরগোড়ায়।

আরও পড়ুন, Ayodhya: খোদ অযোধ্যাতেই পিছিয়ে বিজেপিপ্রার্থী! কেন এই উলটপুরাণ?

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.