একদিনের জন্য রিকশা চালাতে চান রাহুল গান্ধী
রিক্সাচালকদের সমস্যা বুঝতে একদিনের জন্য রিক্সা চালাতে চাই। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে রিক্সাচালকদের সমস্যার কথা শুনতে গিয়ে এমনই বললেন রাহুল গান্ধী।
রিক্সাচালকদের সমস্যা বুঝতে একদিনের জন্য রিক্সা চালাতে চাই। বারাণসী ক্যান্টনমেন্ট স্টেশনে রিক্সাচালকদের সমস্যার কথা শুনতে গিয়ে এমনই বললেন রাহুল গান্ধী।
দেড় ঘণ্টা ধরে তাদের কথা শোনেন তিনি। উত্তরপ্রদেশ সরকারের বিরুদ্ধে তোপ দেগেছেন। কেন্দ্রের একাধিক প্রকল্প থাকা সত্ত্বেও উত্তরপ্রদেশের গরিব মানুষ সেইসব সুবিধা পান না বলে মন্তব্য করেছেন রাহুল গান্ধী। ভোট আসে ভোট যায়। কিন্তু কে শুনবে তাদের কথা? হাড়ভাঙা খাটুনির পর দুটি খেয়েদেয়ে শুয়ে পড়া। ফের সকাল হলেই রুটি রুজির টানে রিক্সা নিয়ে বেরিয়ে পড়া। এভাবেই চলে দিন। তাঁদের কথা ভেবেই শনিবার বারাণসীর ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়েছিলেন রাহুল গান্ধী। কংগ্রেস সহ সভাপতিকে সামনে পেয়ে মন খুলে বললেন অভাব অভিযোগের কথা।
দেড় ঘণ্টা কথা বলেন রাহুল গান্ধী। একদিনের রোজগার লোকসান করে রাহুল গান্ধীর ডাকে সাড়া দেওয়ায় রিক্সাচালকদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। তাদের জীবনযাত্রার মানোন্নয়নের যথাসাধ্য করার আশ্বাস দিয়েছেন কংগ্রেস সহ সভাপতি। অখিলেশ যাদব সরকারের বিরুদ্ধে সরব হয়েছেন। রাহুল গান্ধী বলেছেন সমাজের প্রান্তিক মানুষের জন্য কেন্দ্রের একাধিক প্রকল্প রয়েছে। অন্ধ্রপ্রদেশ, মহারাষ্ট্রের দরিদ্র মানুষ তার সুফল পেলেও উত্তরপ্রদেশ তা পায় না।