রাহুল আমারও বস, বললেন সনিয়া
কংগ্রেস সংসদীয় দলের সামনে এদিন সনিয়া বলেন, "সে (রাহুল) এখন আমারও বস এবং আমি জানি, আপনারা যেভাবে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে আমাকে কাজ করতে সাহায্য করেছেন, তা রাহুলের ক্ষেত্রেও অব্যাহত থাকবে"।
নিজস্ব প্রতিবেদন: রাহুল তাঁরও 'বস', স্পষ্ট ভাষায় কংগ্রেস সাংসদদের জানিয়ে দিলেন সনিয়া গান্ধী। ডিসেম্বরে ভারতের জাতীয় কংগ্রেসের সর্বসম্মত সভাপতি নির্বাচিত হওয়া রাহুল গান্ধীকে যে দলের 'অনুগত কর্মী' সনিয়াও মেনে চলেন, এদিন সেই বার্তাই দিলেন ১৯ বছর পদে থাকা প্রাক্তন কংগ্রেস সভানেত্রী।
কংগ্রেস সংসদীয় দলের সামনে এদিন সনিয়া বলেন, "সে (রাহুল) এখন আমারও বস এবং আমি জানি, আপনারা যেভাবে নিষ্ঠা ও দায়িত্বের সঙ্গে আমাকে কাজ করতে সাহায্য করেছেন, তা রাহুলের ক্ষেত্রেও অব্যাহত থাকবে"।
আরও পড়ুন- কাশ্মীর হাসপাতালে জঙ্গিহানায় গ্রেফতার ৫ অভিযুক্ত
প্রসঙ্গত, রাষ্ট্রপতির ভাষণের পর ধন্যবাদ জ্ঞাপক বক্তৃতা রাখতে গিয়ে বুধবার বেনজিরভাবে কংগ্রেস ও গান্ধী পরিবারকে তীব্র আক্রমণ করেন প্রধানমন্ত্রী মোদী। মোদীর এই বক্তৃতার পর রীতিমত রাহুল গান্ধীর নামে প্রেস বিবৃতি জারি করে কংগ্রেসের পক্ষ থেকে পাল্টা আক্রমণ করা হয়। রাফাল চুক্তি নিয়ে সরকার চুপ কেন, সরাসরি প্রশ্ন তোলেন রাহুল। পাশাপাশি, গুজরাট ভোটে রাহুলের নেতৃত্বাধীন কংগ্রেস, মোদী বাহিনীকে কঠিন লড়াইয়ের সম্মুখে ফেলেছিল বলে মনে করে কংগ্রেস। এছাড়া, রাজস্থানের একাধাকি আসনে উপনির্বাচনে পদ্ম শিবিরের শোচনীয় পরাজয়কেও রাহুলের সাফল্য হিসাবেই তুলে ধরা হচ্ছে। এমন আবহে বিরোধী কংগ্রেস শিবিরের প্রধান মুখ যে রাহুল গান্ধীই তাতে ফের শিলমোহর দিতেই সনিয়া এমন কথা বলেছেন বলে মনে করা হচ্ছে।