মোদীকে হিটলারের সঙ্গে তুলনা রাহুলের

গুজরাতের মাটিতে দাঁড়িয়েই নাম না করে নরেন্দ্র মোদীকে কঠোরতম ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। শুধু কঠোরতম ভাষায় আক্রমণই নয়, মোদীকে তুলনা করলেন হিটলারের সঙ্গে। লৌহ পুরুষ সর্দার প্যাটেলের ঐতিহ্যের ধারক তাঁরাই, দাবি করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদীর সেই দাবিও খারিজ করে দিয়েছেন রাহুল।

Updated By: Mar 11, 2014, 09:29 PM IST

গুজরাতের মাটিতে দাঁড়িয়েই নাম না করে নরেন্দ্র মোদীকে কঠোরতম ভাষায় আক্রমণ করলেন রাহুল গান্ধী। শুধু কঠোরতম ভাষায় আক্রমণই নয়, মোদীকে তুলনা করলেন হিটলারের সঙ্গে। লৌহ পুরুষ সর্দার প্যাটেলের ঐতিহ্যের ধারক তাঁরাই, দাবি করেছেন বিজেপির প্রধানমন্ত্রী পদপ্রার্থী। মোদীর সেই দাবিও খারিজ করে দিয়েছেন রাহুল।

নেতা দুধরনের। এক ধরনের নেতারা মানুষের কাছে যান, মানুষের কাছ থেকে শেখেন। যেমন মহাত্মা গান্ধী। অন্য ধরনটা অ্যাডলফ হিটলার। যাঁরা মনে করেন তাঁরাই ঠিক, মানুষের কাছে যাওয়ার প্রয়োজন নেই। গুজরাতের খেডা জেলার জনসভায় এভাবেই নাম না করে মোদীকে আক্রমণ করলেন রাহুল গান্ধী।

প্রধানমন্ত্রী পদে নির্বাচিত হলে চৌকিদারের মতো দুর্নীতির হাত থেকে রক্ষা করবেন দেশের সম্পদ। মোদীর এই দাবিকে তীব্র শ্লেষে কটাক্ষ করেছেন রাহুল। সর্দার প্যাটেলের প্রকৃত উত্তরাধিকারী কংগ্রেস নয়, বিজেপি। গত কয়েকমাস ধরে নানাভাবে দাবি করে আসছেন মোদী। রাহুলের জবাব, প্যাটেলের মূর্তি গড়া ভাল। তবে আরো ভাল হবে যদি দেশের ইতিহাসটা পড়া থাকে।

গান্ধী হত্যায় হাত রয়েছে আরএসএসের। রাহুলের এই মন্তব্যে রীতিমতো চটেছেন সঙ্ঘ নেতারা। এবার নাম না করে মোদীকে তুলনা হিটলারের সঙ্গে। তাহলে কি বিজেপি এবং মোদীর বিরুদ্ধে ধাপে ধাপে আক্রমণ আরও তীব্র করার পরিকল্পনাই রয়েছে রাহুলের? এদিন রাহুলের মন্তব্য থেকে তেমন ইঙ্গিতই মিলছে।

.