মোদীর ফোন নওয়াজকে, তিক্ততা ভুলে ক্রিকেট মৈত্রীতে মজলেন দুই রাষ্ট্রপ্রধান

তিক্ততা  ভুলিয়ে ক্রিকেট এনে দিল ভারত-পাকইস্তান কূটনৈতিক সম্পর্কের মধ্যে মৈত্রীর বার্তা।

Updated By: Feb 13, 2015, 04:15 PM IST
মোদীর ফোন নওয়াজকে, তিক্ততা ভুলে ক্রিকেট মৈত্রীতে মজলেন দুই রাষ্ট্রপ্রধান

ওয়েব ডেস্ক: তিক্ততা  ভুলিয়ে ক্রিকেট এনে দিল ভারত-পাকইস্তান কূটনৈতিক সম্পর্কের মধ্যে মৈত্রীর বার্তা।

 রবিবার অ্যাডিলেডে পাকিস্তান ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ভারত। তার আগে মহেন্দ্র সিং ধোনিদের শুভেচ্ছাবার্তা পাঠিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানেই থেমে থাকেননি

তিনি। বিশ্বকাপে অংশগ্রহণকারী সার্কের অন্তর্ভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানদেরও শুভেচ্ছা জানিয়েছেন নরেন্দ্র মোদী। সেই সূত্রে ভারতের প্রধানমন্ত্রী ফোন করে শুভেচ্ছা জানান পাকিস্তানের প্রধানমন্ত্রী

নওয়াজ শরিফকেও।

 ফোনে ক্রিকেট নিয়ে নানান কৌতূকে মেতে ওঠেন দুদেশের প্রধানমন্ত্রী। নওয়াজ শরিফকে মোদী  স্মরণ করিয়ে দেন ১৯৮৭ বিশ্বকাপের কথা। মোদী বলেন, তাঁর বেশ মনে আছে সেই সময় নওয়াজ

শরিফ মুখ্যমন্ত্রী ছিলেন। ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তানের ম্যাচ দেখতে মাঠে এসেছিলেন নওয়াজ শরিফ। সেইসময় থেকে শরিফকে তিনি ক্রিকেটপ্রেমী হিসেবে চেনেন। ফোনে

কথোপকথনের সময়  দুদেশের ম্যাচের উম্মাদনার প্রসঙ্গটিও উঠে আসে । দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে এই ফোন বার্তার পর স্বাভাবিকভাবেই জল্পনা শুরু হয়েছে ভারত-পাক ক্রিকেট সম্পর্কের

পুনরুজ্জীবন নিয়ে।

.