রেলের ভাড়া বাড়ল

দশ বছরে প্রথমবার বাড়ল রেলের ভাড়া। চলতি মাসের ২১ তারিখ মধ্যরাত থেকে নতুন ভাড়া কার্যকর হবে। আজ এক সাংবাদিক বৈঠকে রেলে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পবন কুমার বনশল। চলতি বছরের বাজেটে রেলের ভাড়া আর বাড়বে না বলেও জানান মন্ত্রী। প্রতি কিলোমিটারে ২ পয়সা থেকে ১০ পয়সা পর্যন্ত বাড়বে ভাড়া। রেলমন্ত্রী এদিন বলেন ২০১০-১১তে ভারতীয় রেলের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।

Updated By: Jan 9, 2013, 03:46 PM IST

দশ বছরে প্রথমবার বাড়ল রেলের ভাড়া। চলতি মাসের ২১ তারিখ মধ্যরাত থেকে নতুন ভাড়া কার্যকর হবে। আজ এক সাংবাদিক বৈঠকে রেলে ২০ শতাংশ ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করলেন রেলমন্ত্রী পবন কুমার বনশল। চলতি বছরের বাজেটে রেলের ভাড়া আর বাড়বে না বলেও জানান মন্ত্রী। প্রতি কিলোমিটারে ২ পয়সা থেকে ১০ পয়সা পর্যন্ত বাড়বে ভাড়া।
এই ভাড়া বৃদ্ধির জন্য ৬ হাজার ৬০০ কোটি টাকা আয় হবে বলে মনে করছে রেল মন্ত্রক। রেলমন্ত্রী এদিন বলেন ২০১০-১১তে ভারতীয় রেলের প্রায় ২০ হাজার কোটি টাকা লোকসান হয়েছে।
গত বছর, তৎকালীন রেলমন্ত্রী তৃণমূলের দীনেশ ত্রিবেদী রেল বাজেটে রেলের ভাড়া বৃদ্ধির কথা ঘোষণা করেন। তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জির প্রবল বাধায় শেষ পর্যন্ত নতি স্বীকার করে কেন্দ্র।

এক নজরে দেখে নেব কোথায়, কত ভাড়া বাড়ল
লোকাল ট্রেনে কিমি প্রতি দু পয়সা করে বাড়ছে ভাড়া
দূরপাল্লার ট্রেনে দ্বিতীয় শ্রেণীতে প্রতি কিমিতে ৬ পয়সা করে বাড়ল ভাড়া
এসি চেয়ার কারে প্রতি কিমিতে ১০ পয়সা করে বাড়ল ভাড়া
এসি সেকেন্ড ক্লাসে বাড়ছে ১৫ পয়সা প্রতি কিমি
স্লিপার ক্লাসে ৫০০ কিমির বেশি সফরে ৩০ টাকা ভাড়া বাড়ছে
কলকতা ও তার শহরতলীতে লোকাল ট্রেনের সম্ভাব্য ভাড়া
               দূরত্ব(কিমি)    বর্তমান ভাড়া        সম্ভাব্য ভাড়া
শিয়ালদহ-ক্যানিং     ৪৭         ১১টা.              ১১টা. ৯৪প.
শিয়ালদহ-কৃষ্ণনগর   ১০০        ১৯টা.                ২১টা.
শিয়ালদহ-বনগাঁ      ৭৯         ১৬টা.             ১৭টা. ৫৮প.
শিয়ালদহ-কল্যানী    ৫৫         ১১টা.              ১২টা. ১০প.
শিয়ালধ-গেদে       ১০৭        ২২টা.               ২৪টা. ১৪প.
হাওড়া-বর্ধমান      ১১০        ১৭টা.              ১৯টা. ২০প.
হাওড়া-আসানসোল   ২১২        ৩০টা.              ৩৪টা. ২৪প.

.