রেকর্ড ঠাণ্ডায় জবুথবু উত্তর ভারত

তীব্র ঠাণ্ডার কবলে গোটা উত্তর ভারত। ঠাণ্ডায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২৪ জন মারা গেছেন। চলতি মরসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯। রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস।

Updated By: Jan 9, 2013, 12:49 PM IST

তীব্র ঠাণ্ডার কবলে গোটা উত্তর ভারত। ঠাণ্ডায় আরও ২৯ জনের মৃত্যু হয়েছে। শুধুমাত্র উত্তরপ্রদেশেই ২৪ জন মারা গেছেন। চলতি মরসুমে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৯৯। রাজধানী দিল্লির সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াস। চলছে ঠাণ্ডা হাওয়ার দাপট। শীতে কাবু কাশ্মীর উপত্যকা। ডাল লেকের জল জমে বরফ। শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৫.৫ ডিগ্রি সেলসিয়াস। সমতলেও বহু জায়গায় তাপমাত্রা শূন্যের নিচে নেমে গেছে। কানপুর, আগ্রা, গাজিপুর, লখনউয়ে সর্বনিম্ন তাপমাত্রা শূন্যের নিচে।  
এদিকে তীব্র শীতে কার্যত কুঁকড়ে রয়েছে জম্মু-কাশ্মীর। সোমবার জম্মুর সর্বোচ্চ তাপমাত্রার পারদ ছিল ৬.৭ ডিগ্রি সেলসিয়াস। ৩০ বছরের পরিসংখ্যানের নিরিখে যা রেকর্ড। তবে খুশির খবর শুনিয়েছে আবহাওয়া দফতর। জানানো হয়েছে, বুধবার রাতে কাশ্মীর উপত্যকার অপেক্ষাকৃত উঁচু জায়গাগুলিতে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। আকাশও মেঘাচ্ছন্ন থাকবে। যার ফলে তীব্র শীতের প্রকোপ থেকে কিছুটা হলেও রেহাই পাবেন মানুষ। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া এবং প্রবল শীতের হাত থেকে বাঁচতে জম্মুতে স্কুলের ছুটি ১৩ তারিখ পর্যন্ত বাড়ানো হয়েছে।   

.