ট্রেন দেরিতে চললে এবার এই শাস্তি হবে রেল কর্তাদের, সাফ জানালেন গোয়েল

রক্ষণাবেক্ষণের জন্য ট্রেন লেটের অজুহাত আর চলবে না, বললেন রেলমন্ত্রী

Updated By: Jun 3, 2018, 03:24 PM IST
ট্রেন দেরিতে চললে এবার এই শাস্তি হবে রেল কর্তাদের, সাফ জানালেন গোয়েল

নিজস্ব প্রতিবেদন: এবার কিছুটা সান্তনা পেতে পারেন রেল‌যাত্রীরা। ট্রেন দেরিতে চললে এবার শাস্তি পেতে হবে রেল কর্তাদের। সাফ জানিয়ে দিনে রেলমন্ত্রী পীয়ূষ গোয়েল।

আরও পড়ুন-বাজারের মধ্যে গুলি চালিয়ে হেঁটেই চম্পট দুষ্কৃতীদের, টিটাগড়ে শুটআউট

গত সপ্তাহে রেলের জোনাল ম্যানেজারদের সঙ্গে এক বৈঠক করেন পীয়ূষ গোয়েল। রেলমন্ত্রকের এক আধিকারিক সংবাদ সংস্থা পিটিআইকে জানিয়েছেন, ওই বৈঠকে গোয়েল জানিয়ে দেন, রক্ষণাবেক্ষণের জন্য বা লাইনে কাজ হওয়ার জন্য ট্রেন লেটের অজুহাত আর চলবে না। ট্রেন সময় মতো চালানোই অগ্রাধিকার। দেরি ট্রেন চলা রেলের বিশাল আর্থিক ক্ষতি হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।

আরও পড়ুন-বাইক লক্ষ্য করে ছুটে এল পেট্রোল বোমা, পুড়িয়ে মারার চেষ্টা তৃণমূল নেতাকে

উল্লেখ্য, ২০১৭-২০১৮ আর্থিক বছরে দেশে ৩০ শতাংশ ট্রেন চলেছে দেরিতে। বৈঠকে গোয়েলের ধমক খেয়েছেন উত্তর রেলের জেনারেল ম্যানেজার। ওই জোনে প্রায় পঞ্চাশ শতাংশ ট্রেন চলেছে দেরিতে। গোয়েল জানিয়ে দিয়েছে আগামী ৩০ জুনের মধ্যে ট্রেনে লেট কমাতে হবে। তা না হলে প্রেমোশন আটকে ‌যাবে।

.