রাজ্য থেকে রাজ্যসভায় পাঁচটি আসনে আজ নির্বাচন, তৃণমূলের চারজন ও বামেদের একজন প্রার্থীর জয় কার্যত নিশ্চিত, তিন বাম বিধায়ক ভোট দিলেন তৃণমূলকে

রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন শুরু হয়ে গেছে। তৃণমূল প্রার্থী দিয়েছে চারটি আসনে। পছন্দের ক্রমানুসারে তৃণমূলের চারজন প্রার্থী হলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী, কে ডি সিং এবং আহমেদ হাসান। বাম শিবিরে ফাটল। বাম বিধায়ক অনন্ত দেব অধিকারী ভোট দিলেন তৃণমূলকে। গলস্যার বাম বিধায়ক সুনীল মণ্ডলের ভোটও গেল তৃণমূলের পক্ষে। আরএসপি বিধায়ক দশরথ তিরকেও ভোট দিলেন তৃণমূলকে। বামেদের একমাত্র প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও বাম সমর্থিত নির্দল প্রার্থী এম এ মালিয়াবাদী। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কোনও প্রার্থীকে জিতিয়ে আনতে কমপক্ষে উনপঞ্চাশটি আসন প্রয়োজন। সেক্ষেত্রে, তৃণমূল সরাসরি তিন প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে। বামেরাও তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে।

Updated By: Feb 7, 2014, 09:44 AM IST

রাজ্য থেকে রাজ্যসভার পাঁচটি আসনে নির্বাচন শুরু হয়ে গেছে। তৃণমূল প্রার্থী দিয়েছে চারটি আসনে। পছন্দের ক্রমানুসারে তৃণমূলের চারজন প্রার্থী হলেন মিঠুন চক্রবর্তী, যোগেন চৌধুরী, কে ডি সিং এবং আহমেদ হাসান। বাম শিবিরে ফাটল। বাম বিধায়ক অনন্ত দেব অধিকারী ভোট দিলেন তৃণমূলকে। গলস্যার বাম বিধায়ক সুনীল মণ্ডলের ভোটও গেল তৃণমূলের পক্ষে। আরএসপি বিধায়ক দশরথ তিরকেও ভোট দিলেন তৃণমূলকে। বামেদের একমাত্র প্রার্থী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কংগ্রেস ও বাম সমর্থিত নির্দল প্রার্থী এম এ মালিয়াবাদী। পশ্চিমবঙ্গ থেকে রাজ্যসভায় কোনও প্রার্থীকে জিতিয়ে আনতে কমপক্ষে উনপঞ্চাশটি আসন প্রয়োজন। সেক্ষেত্রে, তৃণমূল সরাসরি তিন প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে। বামেরাও তাদের প্রার্থীকে জিতিয়ে আনতে পারবে।

একজন প্রার্থীকে জিতিয়ে আনার পর বামেদের বাড়তি আসন থাকবে বারোটি। বিধানসভায় কংগ্রেসের আসন সংখ্যা আটত্রিশ। কংগ্রেস ও সব বাম বিধায়ক একযোগে ভোট দিলে নির্দল প্রার্থী এম এ মালিয়াবাদী জিতে যাবেন। তিন প্রার্থীকে জিতিয়ে আনার পর তৃণমূলের বাড়তি আসন থাকবে ৪৫। তাদের প্রয়োজন আরও চারটি আসন। সেই লক্ষ্যেই কংগ্রেস ও বাম শিবিরে ভাঙন ধরানোর চেষ্টা বলে অভিযোগ। দলে টানা হয়েছে গাজোলের কংগ্রেস বিধায়ক সুশীল রায়কে। সুজাপুরের বিধায়ক আবু নাসের খান চৌধুরীকেও দলে টানার চেষ্টা চলছে। বাম শিবিরেও হানা দিয়েছে তৃণমূল। গলসির ফরওয়ার্ড ব্লক বিধায়ক সুনীল মণ্ডলকে দলে টানতে পারে তৃণমূল। ময়নাগুড়ির আরএসপি বিধায়ক অনন্ত দেব অধিকারী এবং কুমারগ্রামের আরএসপি বিধায়ক দশরথ তিরকেকেও দলে টানার চেষ্টা চলছে।

.