দেশজুড়ে পালিত রাখি বন্ধন উত্‍সব

দেশজুড়ে মহাসমারোহে পালন করা হচ্ছে সম্প্রীতির রাখি বন্ধন। পূর্ণিমার এই শুভক্ষণে ভাইয়ের হাতে রাখী বেঁধে দিচ্ছেন বোনেরা। শুধু বোন বা ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এই উত্সব। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উত্সবে সামিল তামাম দেশবাসী।

Updated By: Aug 2, 2012, 01:06 PM IST

দেশজুড়ে মহাসমারোহে পালন করা হচ্ছে সম্প্রীতির রাখি বন্ধন। পূর্ণিমার এই শুভক্ষণে ভাইয়ের হাতে রাখী বেঁধে দিচ্ছেন বোনেরা। শুধু বোন বা ভাইয়ের মধ্যে সীমাবদ্ধ নেই এই উত্সব। সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে রাখি বন্ধন উত্সবে সামিল তামাম দেশবাসী।
সকালে রাষ্ট্রপতি ভবনে গিয়ে রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে রাখি বেঁধে দেন ছোট ছোট ছেলেমেয়েরা। ইউপিএ চেয়ারপার্সেন সোনিয়া গান্ধী এবং প্রধানমন্ত্রী মনমোহন সিংকেও রাখি পড়িয়ে দেয় স্কুলপড়ুয়ারা। তার সঙ্গেই চলে মিষ্টি মুখ পর্ব। বাংলার সামাজিক আবহে অবশ্য রাখিবন্ধন উত্‍সবের সঙ্গে জড়িত রয়েছে অন্য আবেগ। একদা বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলনের প্রতি সহমর্মিতা প্রকাশের জন্য এই দিনটিকে সৌভ্রাতৃত্বের প্রতীক হিসেবে পালন করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

.