রাম মন্দির নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে যোগী সরকারের মন্ত্রী

রাম মন্দির তৈরি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে উত্তর প্রদেশের যোগী সরকারের মন্ত্রী। উত্তর প্রদেশের মন্ত্রী মুকুট বিহারি বর্মা বলেন, 'আদালত আমাদের হাতে। অযোধ্যায় রাম মন্দির হবেই।'

Updated By: Sep 9, 2018, 05:00 PM IST
রাম মন্দির নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে যোগী সরকারের মন্ত্রী

নিজস্ব প্রতিবেদন: রাম মন্দির তৈরি নিয়ে বেফাঁস মন্তব্য করে বিতর্কে উত্তর প্রদেশের যোগী সরকারের মন্ত্রী। উত্তর প্রদেশের মন্ত্রী মুকুট বিহারি বর্মা বলেন, 'আদালত আমাদের হাতে। অযোধ্যায় রাম মন্দির হবেই।'

শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুকুটবিহারী বলেন, 'মন্দির আমাদের আরাধনাস্থল। আদালত আমাদের, সরকার আমাদের, দেশ আমাদের। অযোধ্যায় তাই রাম মন্দির হবেই।' যদিও নিজেদের মন্ত্রীর বক্তব্যের পাশে দাঁড়ায়নি বিজেপি। দলের তরফে জানানো হয়েছে, রাম মন্দির ইস্যু আদালতে বিচারাধীন। আর আদালত স্বাধীন। কোনও সংগঠন বা রাজনৈতিক দল আদালতকে পরিচালনা করে না।'

তবে বিজেপির মন্ত্রীর এহেন আলগা মন্তব্যকে বিঁধতে ছাড়েনি কংগ্রেস। কংগ্রেস নেতা সঞ্জয় ঝা বলেন, 'অত্যন্ত আপত্তিকর মন্তব্য। বিজেপি নেতা যা বলেছেন তা আদালতকে অপমান করার সামিল। এতে আদালতের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠে যাবে।'

যোগী সরকার ক্ষমতায় আসার পর থেকেই রাম মন্দির নিয়ে নানা বিতর্কিত মন্তব্য করে চলেছেন বিজেপি নেতারা। মাস কয়েক আগে সেরাজ্যের উপ মুখ্যমন্ত্রী কেশবপ্রসাদ মৌর্য বলেন, 'কোনও পথ না বেরোলে আশা করি সরকার আইনসভার মাধ্যমে রাম মন্দির বানাবে। সেক্ষেত্রে সংসদের উভয় কক্ষে বিজেপি সংখ্যাগরিষ্ঠতা পেলে পদক্ষেপ করা হতে পারে।'

.