উরি হামলার পর রামদেব কী বললেন শুনেছেন

ঘরে ঢুকে পাকিস্তানকে মারুক ভারত। উরি হামলার পরে মারের বদলা মারের নিদান দিলেন যোগগুরু বাবা রামদেব।  

Updated By: Sep 19, 2016, 12:11 PM IST
উরি হামলার পর রামদেব কী বললেন শুনেছেন

ওয়েব ডেস্ক: ঘরে ঢুকে পাকিস্তানকে মারুক ভারত। উরি হামলার পরে মারের বদলা মারের নিদান দিলেন যোগগুরু বাবা রামদেব।  

আরও পড়ুন- উরি হামলায় মারা গেলেন রাজ্যের দু জন

এদিকে, উরির সেনা ছাউনিতে জঙ্গি হামলার ধাক্কায় হতবাক দিল্লি। নিরাপত্তা পরিস্থিতি খতিয়ে দেখতে আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বৈঠকে থাকবেন প্রতিরক্ষা মন্ত্রী মনোহর পারিক্কর এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। তার আগে, নিরাপত্তা সংস্থাগুলির সঙ্গে বৈঠকে বসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই বৈঠকে রয়েছেন BSF এবং CRPF-এর DG।  

অন্যদিকে, উরিতে জঙ্গি হানার জেরে অনিশ্চিত সার্ক সম্মেলন। নভেম্বর নয় ও দশ তারিখ ইসলামাবাদে সার্ক শীর্ষ সম্মেলন। সেই সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থাকবেন কি না তা নিয়ে সংশয় তৈরি হয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার পর নওয়াজ শরিফের সঙ্গে সুসম্পর্ক রেখে এগোনোর একাধিক উদ্যোগ নিয়েছেন নরেন্দ্র মোদী। তাঁর শপথে আমন্ত্রিত ছিলেন সার্কভুক্ত দেশগুলির রাষ্ট্রপ্রধানরা। তারপর দুবাই থেকে দেশের ফেরার পথে একবার পাকিস্তানে ঝটিকা সফর করেন মোদী। উদ্দেশ্য ছিল শরিফকে জন্মদিনের শুভেচ্ছা জানানো। কিন্তু, কয়েকমাস আগে শরিফের হার্ট অপারেশনের পরেই বদলে যায় পরিস্থিতি। প্রধানমন্ত্রীর শারীরিক দুর্বলতার সুযোগ নিয়ে পাকিস্তানে ফের মাথা তুলেছে মোল্লাতন্ত্র। ISI ও সেনাবাহিনীও দাঁতনখ বের করেছে। তাদের চাপেই কাশ্মীর নিয়ে উস্কানিমূলক বয়ান দিতে বাধ্য হচ্ছেন শরিফও। সব মিলিয়ে সঙ্কটজনক পরিস্থিতি।  

 

.