ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার সংযুক্তিকরণ বাধ্যতামূলক, জানাল আরবিআই
নিজস্ব প্রতিবেদন: ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্ত করা বাধ্যতামূলক, সমস্ত জল্পনা উড়িয়ে শনিবার স্পষ্ট জানাল আরবিআই।
তথ্য জানার অধিকার আইনে করা আবেদনের উত্তরে আরবিআই জানিয়েছিল, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর সংযুক্তিকরণ সংক্রান্ত কোনও নির্দেশিকা দেয়নি তারা। এমনটাই প্রকাশিত হয়েছিল সংবাদমাধ্যমে।
কিন্তু এবার দেশের শীর্ষ ব্যাঙ্ক জানাল, Prevention of Money-laundering (দ্বিতীয় সংশোধনী) ২০১৭ আইন অনুযায়ী, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার নম্বর যোগ করা বাধ্যতামূলক এবং এই নিয়ম ব্যাঙ্কগুলিকে কার্যকর করতে হবে।
উল্লেখ্য, জুন মাসে নতুন ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার বাধ্যতামূলক করেছে কেন্দ্র। পাশাপাশি ৫০ হাজার টাকা বা তার বেশি নগদ লেনদেনের ক্ষেত্রেও এখন আবশ্যিক আধার কার্ড। পুরানো গ্রাহকদেরও ৩১ ডিসেম্বরের মধ্যে সংশ্লিষ্ট ব্যাঙ্কে আধার নম্বর জানাতে হবে। অন্যদিকে, আধার ব্যক্তির গোপনীয়তা হরণ করছে কি না, উঠেছে সে প্রশ্ন। এ বিষয়ে মামলা দায়ের হলেও এখনও সুপ্রিম কোর্ট কোনও নির্দেশ দেয়নি।
আরও পড়ুন, টুইটারে রাহুলের জনপ্রিয়তা আদতে কারসাজি, বিতর্ক রিপোর্টে