সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, আশঙ্কা মুদ্রাস্ফীতির

Updated By: Oct 4, 2017, 04:46 PM IST
সুদের হার অপরিবর্তিত রাখল রিজার্ভ ব্যাঙ্ক, আশঙ্কা মুদ্রাস্ফীতির

ওয়েব ডেস্ক : অগাস্ট মাসে রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছিল ভারতের রিজার্ভ ব্যাঙ্ক। এবারও সবার চোখ ছিল, শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট ফের কমায় কিনা, তার উপরই। কিন্তু, দু'দিনের আর্থিক নীতি সংক্রান্ত কমিটির বৈঠকের শেষে রেপো রেট অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিল রিজার্ভ ব্যাঙ্ক। রেপো রেট বা ব্যাঙ্কগুলির শীর্ষ ব্যাঙ্ক থেকে নেওয়া ঋণে সুদের হার ৬ শতাংশে অপরিবর্তিত রাখা হল। একইসঙ্গে, ৫.৭৫ শতাংশে অপরিবর্তিত রইল রিভার্স রেপো রেটের হারও।

মুদ্রাস্ফীতির হার অগাস্টে, গত পাঁচ মাসের মধ্যে সর্বোচ্চ ৩.৩৬ শতাংশে পৌঁছে যায়। যেকারণেই শীর্ষ ব্যাঙ্ক রেপো রেট অপরিবর্তিত রাখল বলে মনে করা হচ্ছে। একইসঙ্গে মুদ্রাস্ফীতির হার আরও বাড়বে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে। সম্ভাব্য মুদ্রাস্ফীতির হার ধরা হয়েছে ৪ শতাংশ। কমতে পারে আর্থির বৃদ্ধির হারও। চলতি অর্থবর্ষে ৭.৩ শতাংশ থেকে কমিয়ে আর্থিক বৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৬.৭ শতাংশ।

আরও পড়ুন, নতুন এলেই তুলে নেওয়া হবে পুরনো ১০০ টাকার নোট

.